চট্টগ্রাম প্রতিনিধি :
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমান এবং হাটহাজারী থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ,চট্টগ্রাম বিএনপি’র সাবেক আহ্বায়ক মরহুম আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলমের জন্য বায়েজিদ বোস্তামী থানা সেচ্ছাসেবক দলের উদ্বেগে খতমে কোরআান, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপস্থিত বক্তরা বলেন,সৈয়দ ওয়াহিদুল আলম বেঁচে থাকতে শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচী বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন। তিনি হাটহাজারীর মানুষকে ভালবাসতেন তাই প্রতিদান হিসেবে বার বার ভোটদিয়ে সংসদসদস্য নির্বাচিত করেছেন। হাটহাজারীর মানুষের মাঝে আজীবন বেচে থাকবেন।
এতে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মামুন আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ টিটু, নাজিম উদ্দিন হিরু, মিজানুর রহমান বাবুল, মোঃ শাহজাহান বাদশা, আব্দুল মান্নান, হারুন অর রশিদ মনি, সিদ্দিকুর ইসলাম আকাশ প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ হারুন উর রশীদ সহ নেতৃবৃন্দ।