নিজস্ব প্রতিবেদক ঃমরহুম শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও করোনা ভাইরাস সতর্কতায় কর্মহীন হয়ে পড়া পরিবারের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নিজ উদ্যোগে জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগড় সাধারন সম্পাদক মীর আমির হোসেন আমু।
পঞ্চগড় বোদা উপজেলায় সাকোয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করেন মীর আমির হেসেন আমু বলেন বিত্তবান মানুষদের অসহায় কর্মহীন মানুষের পাশে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। তিনি মরহুম শফিউল আলম প্রধানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, বার বার হাত ধোয়াসহ বিভিন্নভাবে সচেতন থাকার আহবান করেন।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ধৈর্য্যের সাথে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।