মাগুরা প্রতিনিধি :
করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় মাগুরার শ্রীপুর উপজেলার অসহায় ও হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হা। ২২ মে ২০২০ শুক্রবার বিকেলে মাগুরা শ্রীপুরের টুপিপাড়াস্থ অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল ওহাব মিয়ার বাসভবন চত্বরে আনুষ্ঠানিক এ বিতরণের উদ্বোধন করেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার প্রধান পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল ওহাব। এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন আলোকিত প্রাইভেট স্কুলের সভাপতি কাজী ইচফাতুল জান্নাত, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মোঃ মহসিন মোল্লা, তাসিন জামান, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থা প্রধান হিসাব রক্ষক পলাশ সরকার, সেচ্ছাসেবক বাহিনীর খালিদ হাসান মিঠু, হীরা সরকার,মোঃ রিপন হাসান,রিংকু সরকার, দীপক বিশ্বাস, খন্দকার রিশাদ ইলাহী খুশবু, রুহান বিশ্বাসসহ আরো অনেকে।
আনুষ্ঠানিক ভাবে বিতরণের পর আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই সহযোগিতা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।
ঈদ সামগ্রী প্যাকেজে রয়েছে, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, আঁধা কেজি ডাউল, ১ প্যাকেট দুধ, ১ টা সাবান, কিসমিস, এলাচ ও দারুচিনিসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট।
এর আগেও আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার উদ্যোগে বিভিন্ন ব্যাক্তির পাঠানো অনুদানে উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছায় সংস্থাটির কর্মীবাহিনী ।
এ বিষয়ে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার পরিচালক জাহিদুল ইসলাম জুয়েল জানান- দেশি এবং বিদেশি বিভিন্ন মানবতার বন্ধু এ পর্যন্ত ত্রাণ, ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা সহ মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৩ শত একানব্বই টাকার সহায়তা প্রদান করেছেন। আলোকিত উন্নয়ন সংস্হার মাধ্যমে এই সহায়তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিভিন্ন সময়ে ফেসবুক Alokito Jewel আইডিতে লাইভ ও ফেসবুকে প্রচারিত সমাজিক সমস্যাগুলো দেখে বিভিন্ন ব্যাক্তিবর্গ মানবতার হাত বাড়িয়ে দেন। যারা মানবতার সেবাই এগিয়ে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে দেশের এই ক্রান্তি লগ্নে মানবতার সেবাই বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিত্তবানের আরো এগিয়ে আসবেন এ প্রত্যাশা করছি।