মােঃ সাইফুল্লাহ/ মাগুরায় করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ গরীব ও মেধাবী ছাত্রীদের বাড়িতে ২৪মে রবিবার ঈদ উপহার পৌছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দ। স্কুলের শিক্ষকদের বেতন ও কমিটির সদস্যদের অনুদানের টাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে গিয়ে ৫০ জন গরীব ও মেধাবী ছাত্রীর বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেন। করোনার এই দুঃসময়ে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুজ্জামান সেলিম জানান- শিক্ষক ও কমিটির সদস্যদের সহযোগিতায় এ ঈদ সামগ্রী আমরা পৌছে দিচ্ছি গরীব ও মেধাবী ছাত্রীদের বাড়িতে। এমনিতেই দীর্ঘদিন অনাকাংখিত ছুটির কারণে আমরা মানসিক অশান্তির মধ্যে আছি। তার উপর কন্যাসমতুল্য মেয়েদের লেখাপড়া নিয়েও চিন্তায় ছিলাম। এ কর্সসূচীর মাধ্যমে মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে কিছু উপহার দিতে পারছি এবং তাদের লেখাপড়ার খোজখবরও নিতে পারছি। এর মাধ্যমে সামান্য হলেও তাদের উপকার হলেই আমরা খুশি। করোনার এই দুঃসময়ে আমরা সবাই সবার জন্যে দোয়া করি যেন এই অনামীষা অচিরেই কেটে যায়।