মোঃ সাইফুল্লাহ/ মাগুরায় সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতিতে ঈদগাহের বদলে নিজ নিজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে এ জামাত।
ইসলামি ফাউন্ডেশনের তথ্য মোতাবেক জেলার মোট ১৮শ ৭৬ টি মসজিদের মধ্যে ১৫শ মসজিদে এবারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের মাস্ক পড়া ও স্বাস্থ্য বিধির বিষেয়ে আগে থেকেই মসজিদগুলি থেকে ঘোষনা দেয়ায় অধিকাংশ মুসল্লি সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে এসেছেন। ঈদের নামাজ শেষে মহামারি করোনা থেকে বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।