1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে চিকিৎসক ও শিক্ষার্থী করোনা আক্রান্ত : মোট আক্রান্ত ২৬ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ( ৭)শিশুর মৃত্যু ! বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল

লাকসামে চিকিৎসক ও শিক্ষার্থী করোনা আক্রান্ত : মোট আক্রান্ত ২৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১৬৩ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন দুইজনসহ এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২৪ থেকে বেড়ে ২৬ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা র‌্যাপিড টিমের অন্যতম সদস্য। অন্যজন এমবিএ পরীক্ষার্থী। তিনি রাজঘাট এলাকার করোনা আক্রান্ত ব্যবসায়ীর জামাতা।
আজ বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, লাকসাম করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা সোমবার (১৯ মে) নতুন আক্রান্ত দুইজনের নমুনা সংগ্রহ করেন। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত রিপোর্টে দুইজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (আয়ুবের্দিক) ও করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য। তার বয়স ৩৬ বছর। এ চিকিৎসকের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি। দেশে করোনার প্রভাব শুরুর হওয়ার পর থেকে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দিন-রাত কাজ করে আসছেন। নমুনা সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন স্থানে যাওয়ার পাশাপাশি যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের বিস্তারিত তথ্য তিনি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতেন। নমুনা সংগ্রহ করতে গিয়ে তিনি আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার শুকনো কাশি রয়েছে। তাকে আইসলোশানে নিয়ে চিকিৎসা শুরু হয়েছে। শহরের পশ্চিমগাঁও পুরাতন বাজার এলাকায় তার বাসা লকডাউন করা হয়েছে।
করোনা আক্রান্ত অন্যজনের বাড়ি পৌরশহরের ছোয়াছয়আনি। তার বয়স ২৫ বছর। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এমবিএ পরীক্ষার্থী। তিনি রাজঘাট এলাকায় আক্রান্ত ব্যবসায়ীর জামাতা। ইতিমধ্যে ওই পরিবারের ছয়জনই আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শ থেকে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা আক্রান্তের পরপরই তার বাড়ি লকডাউন করে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়েছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আবদুল আলী বলেন, করোনা থেকে রক্ষা পেতে সাবধানতার বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র‌্যাপিড রেসপন্স টিমকে অবহিত করতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম