নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় আরো দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরা হলেন উপজেলার কদমতলা গ্রামের অলিউর রহমান (৩০) এবং রাজৈর গ্রামের আসাদুল হাওলাদার (৩৮)। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। আসাদুল শরণখোলায় সনাক্ত হওয়া প্রথম করোনা রোগী আঃ হাকিমের শ্যালক।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াসমিন জানান, বুধবার বিকেলে ওই দুইজনে রিপোর্ট শরণখোলা এসে পৌছালে আক্রান্তদের আইসোলেশনে নেয়া হয়। তিনি জানান, রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডের শিহাব গার্মেন্টের মালিক আঃ হাকিম আক্রান্ত হওয়ার পর তার শ্যালক আসাদুল এবং অলিউর রহমান ৪-৫দিন আগে চট্টগ্রাম থেকে এসে পরীক্ষার জন্য স্যাম্পল দিয়ে গেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর তাদের দুইজনের রিপোর্টে করোনা পজেটিভ আসে। এদের সংস্পর্শে যারা এসেছে তাদের খুঁজে বের করে নমুনা পরীক্ষা করা ও কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা করা হবে।