মোঃ ইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষেধাজ্ঞা না মেনে দোকান খোলা রাখায় ৪ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থানে দোকানীদের জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম।
তিনি বলেন, সরকারের নিষেধাজ্ঞা না মেনে উপজেলার বাংলাবাজারে কাপড়ের দোকান খোলা রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, নির্দিষ্ট সময়ের পরও মুদির দোকান খোলা রাখায় সদর ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড়ে বিসমিল্লাহ ট্রেডার্সসহ দুই দোকানীকে ৩ হাজার করে ৬ হাজার টাকা ও কেরানীহাটে আবছার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৪ দোকানীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।