1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গত দু'দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২৬ জনের মৃত্যু পজেটিভ ৪ জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

গত দু’দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২৬ জনের মৃত্যু পজেটিভ ৪ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২১৩ বার

নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) করোনা ইউনিট চালু হওয়ার পরে থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনা উপসর্গসহ বিভিন্ন রোগ নিয়ে আসা চিকিৎসাধীন ২৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা আক্রান্ত ছিলেন।

বর্তমানে ওই ইউনিটটিতে রোগী মোট ভর্তি রয়েছে ৯০ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৯ জন।

ভর্তি রোগীদের মধ্যে করোনা রোগী ছাড়াও করোনা উপসর্গ নিয়ে ভর্তি অনেকেই রয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমকেএম নাছির উদ্দীন জানান, গত শনিবার থেকে সোমবার বিকাল পর্যন্ত মোট ১৯ জন্য মারা গেছেন। এর মধ্যে দুইজন করোনা পজেটিভ পাওয়া গেছে।

হাসপাতাল মর্গসহ একাধিক সূত্র থেকে জানা গেছে, ৩০ জন মারা গেছে, এর মধ্যে ৪ জন পজেটিভ ছিল।

সূত্র থেকে পাওয়া যায়, করোনা আক্রান্ত হয়ে ঢামেকের করোনা ইউনিটের (বার্ন ইউনিট) গত শনিবার থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট চারজনের মৃত্যু হয়েছে এর মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ। তারা হলেন, খোরশেদা বেগম (৫০), মোস্তফা আলী (৫০), রওমন আলী (৭০) ও সুফিয়া বেগম (৫৫)।

করোনা সন্দেহ বিভিন্ন রোগ নিয়ে আসা আরও ২০ জন মারা গেছেন।

গত তিন দিনে করোনা সন্দেহে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে যারা মারা গেছেন তারা হলেন- এআরএম সাজেদুল ইসলাম, ফজলুল করিম, শফিউদ্দিন, মনির, ইউনুস আলী, ইউসুফ আলী, বিলকিস বেগম, বিলকিস, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, তোতা মিয়া, শাহাবুদ্দিন, মান্নান, সিয়াম (শিশু), শিউলি, সাইদুর রহমান, ইসাহাক, টিটু মিয়া, সখিনা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net