1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২০৮ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি:
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও দিনাজপুর জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে দিনাজপুরে অভাবগ্রস্থ ৬০জন শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬০ জন সাংস্কৃতিক কর্মীর হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

সহায়তা পেয়ে সাংস্কৃতিক কর্মী টংকনাথ অধিকারী বলেন, “করোনাভাইরাসে আমাদের সকল ধরণের কার্যক্রম বন্ধ হয়ে আছে। জেলা শিল্পকলা একাডেমি থেকে জানানো হয় জেলা প্রশাসক মহোদয় আমাদের আর্থিক সহায়তা দিবেন। এই সংকটময় সময়ে যতটুকুই সহায়তা পেয়েছি তা আমাদের উপকারে আসবে। এজন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞা জানাচ্ছি। তিনি এই সংকটময় সময়র আমাদের কথা ভেবেছেন।”

অনুদান দেওয়ার সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম শিল্পীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সাংস্কৃতিক কর্মী, সমাজে আপনাদের কথা অনেকেই শোনেন। এই করোনা দুর্যোগে আপনারা সাধারণ মানুষকে সচেতন করার জন্য এগিয়ে আসবেন। সংকটকালীন সময়ে আমরা আমাদের জায়গা থেকে সবার জন্যই কিছু না কিছু করার চেষ্টা করছি। সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হব।

তিনি আরও জানান, আমরা এর আগে গত ১৫ এপ্রিল ৪০জন শিল্পীকে নগদ সহায়তা করেছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শিল্পীদের পাশে থাকব বলেও জানান জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ( অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) মো. শরিফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনারা পারভীন ডালিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net