1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধ্বংসের ভয়াবহ ছাপ রেখে যাচ্ছে আমফান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিম্নমানের ইট ও খোয়া দিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ ! চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার থানায় অভিযোগ চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে প্রহার করেছে শিক্ষক চন্দনাইশ হাজীর পাড়া পিতা-মাতার কবরের পাশে সায়িত হলেন তিনি ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতা কর্মীগণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

ধ্বংসের ভয়াবহ ছাপ রেখে যাচ্ছে আমফান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ২১০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
ধ্বংসের ভয়াবহ ছাপ রেখে যাচ্ছে ঘূর্ণিঝড় আমফান। মহাশক্তিশালী এ ঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করেছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। ঝড়ের প্রভাবে এবং জোয়ারের কারণে উপকূলের বেশ কিছু এলাকা ৮/১০ ফুট জলোচ্ছ্বাসে পানির নিচে তলিয়ে যায়। অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, আবার নিরাপত্তার কারণেও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে এ পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালিতে মারা গেছে দু’জন আর ভোলায় অন্য দু’জন।
ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সারাদিনই বৃষ্টি হয় উপকূলীয় জেলা পটুয়াখালিতে। জেলাটিতে দু’জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গলাচিপা উপজেলায় রাসেদ (৬) নামে এক শিশু ও কলাপাড়ায় শাহ আলম নামে সিপিপি’র এক কর্মীর মৃত্যু হয়েছে।

গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সন্ধ্যায় গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে ছয় বছরের শিশু রাসেদ মারা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল্লাহ জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জনগণকে সচেতন করতে গিয়ে মো. শাহ আলম মীর (৫৫) নামে একজন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নে খেয়া পার হওয়ার সময় পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।

ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া এক নারী গুরুতর জখম হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছুপিয়া এলাকার রেইনট্রি গাছ ভেঙ্গে মাথায় পড়ে সিদ্দিক ফকির জখম হয়। তাকে তাৎক্ষণিক চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠান, পথিমধ্যে তিনি মারা যান। একই জেলার রামদাসপুর চ্যানেল ৩০ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। একজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। ট্রলার ডুবে স্রোতের টানে ভেসে যান রফিকুল ইসলাম। পরে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
বুধবার সন্ধ্যার পর সাতক্ষীরার সুন্দরবন এলাকায় তাণ্ডব শুরু হয়। ঝড়ের গতিবেগও বাড়তে থাকে। সাইক্লোন আমফানের আঘাতে আশাশুনি উপজেলার গদাইপুর ও চাকলায় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়েছে। অপরদিকে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।
ঘূর্ণিঝড়ের ফলে প্রাণহানি ও ক্ষয়-ক্ষতির তথ্য সংগ্রহের জন্য দুর্যাগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মনিটরিং সেল উপকূলীয় অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করছে। অনেক এলাকায় ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে, পানিতে ভেসে গেছে মাছের ঘের।
এদিকে রাত ১০টার পর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল থাকবে। মোঙলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। আজ বুধবার বেলা আড়াইটার পর উপকূলে আছড়ে পড়ে এ সুপার সাইক্লোন। মহাঘূর্ণিঝড় আমফানের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ। আজ বিকেলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে শুরু করে মহাশক্তিশালী এ ঝড়। সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে এর তীব্রতা। এর প্রভাবে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে, ঘটেছে প্রাণহানিও।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুন্দরবনে আছড়ে পড়ার পর দক্ষিণে তাণ্ডব চালিয়ে যখন উত্তর ২৪ পরগনায় দাপিয়ে বেড়াচ্ছে প্রবল ঘূর্ণিঝড়, সেইসময় রাত ৯টা নাগাদ মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আক্ষেপের সুরে বললেন, ‘‘দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে…বাড়িঘর, নদী বাঁধ ভেঙে গিয়েছে, ক্ষেত ভেসে গিয়েছে।’’ তখনও পর্য়ন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে।’ তিনি জানান, ধ্বংসের পুরো চিত্র বুঝতে ১০-১২ দিন লেগে যাবে।

বাংলাদেশে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়া মানুষের দিন কাটে আতংকে, আর রাত কাঁটছে অজানা নানা আশংকার মধ্যে। ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে, বাড়িঘরের অবস্থা কি তা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলেন ঠাঁই নেয়া মানুষেরা। অনেকেই অপেক্ষায় আছেন রাত পোহানোর। তারা বলছেন, ঝড় পার হয়ে গেছে, এখন আর কেন্দ্রে বসে থাকার সুযোগ নেই। আশ্রয় কেন্দ্রে এসে নিয়মিত খোঁজ খবর নিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net