1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষক-শিক্ষার্থী সহ অভিবাবকদের মাঝে অসন্তোষ, শরণখোলায় বিদ্যাপীঠ ও জনবহুল বাজার ঘেঁষে করাত কল স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কবি আমির হামজার মজন্মবার্ষিকী পালিত মনোহরগঞ্জে আগুনে প্রবাসী বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ ১০ লাখ টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙুল হারালো যুবক সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ৫৩ হাজার টাকা ছিনতাই কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

শিক্ষক-শিক্ষার্থী সহ অভিবাবকদের মাঝে অসন্তোষ, শরণখোলায় বিদ্যাপীঠ ও জনবহুল বাজার ঘেঁষে করাত কল স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৫৮ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় প্রসাশনের অনুমতি ছাড়াই একটি প্রাচীনতম বিদ্যাপিঠ ও জনবহুল বাজার ঘেষে নিষিদ্ধ করাত কল (স’মিল) স্থাপন করতে যাচ্ছেন স্থানীয় এক প্রভাবশালী। করাত কল আইন অনুসারে সুন্দরবন সংলগ্ন ১০কিলোমিটার এলাকার মধ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় করাতকল (স-মিল) স্থাপন করা পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু তা মানছেন না ওই প্রভাবশালী।
এদিকে, দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করেই রাতারাতি ওই এলাকায় স-মিল (করাত-কল) স্থাপন করায় বিদ্যাপিঠের শিক্ষার্থী ও অভিবাবক সহ এলাকার সচেতন মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের বাসিন্দা মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে ব্যবসায়ী মোঃ সেলিম হাওলাদার চেরাই কাঠের ব্যবসা করার জন্য ওই ইউনিয়নের তাফালবাড়ী বাজার ও প্রাচীন বিদ্যাপিঠ তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ ঘেঁষে রাতের আধাঁরে তড়িঘড়ি করে সম্প্রতি একটি নাম বিহীন (স-মিল) স্থাপনের কাজ শুরু করেন। তার এমন অবৈধ কাজে স্থানীয়রা বাঁধা দিলেও তা উপেক্ষা করে চলছেন ওই ব্যবসায়ী।
পরিচয় গোপন রাখার শর্তে, বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বলেন, স’মিল মালিকরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। সুন্দরবনের চার-পাঁচ কিলোমিটারের মধ্যে প্রশাসনের নাকের ডগায় অনেকগুলো করাত কল বসিয়ে দীর্ঘদিন ধরে তারা সুন্দরী সহ বিভিন্ন ধরনের কাঠ চেরাই করে আসছেন। এদের বিরুদ্ধে আদালতে মামলা হওয়া সত্বেও তারা থেমে নেই। কিন্তু প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই প্রভাবশালী সেলিম শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে করাত কল বসানোর কারনে শিক্ষার্থীদের পড়ালেখা চরমভাবে ব্যহত হবে।
তবে, এ বিষয়ে সেলিম হাওলাদার বলেন, ইউএনও স্যার ব্যাতীত বন-বিভাগ সহ অন্যরা এখানে স-মিলটি বসানোর জন্য আমাকে অনুমতি দিয়েছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসএিফ) মোঃ জয়নাল আবেদীন জানান, সংরক্ষিত বনাঞ্চলের দশ কিলোমিটারের মধ্যে করাত কল বা কোনো প্রকার মিল, কলকারখানা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি পাঁচটি করাত কলে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার পরও তারা আইন অমান্য করে মিলগুলো কিভাবে চালু করেছে তা খতিয়ে দেখা হবে। এছাড়া সেলিমের বিরুদ্ধে বন আইনে শীঘ্রই মামলা দায়ের করা হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, কোন শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে কেউ পরিবেশ বিধ্বংসী কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net