1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেট ওসমানিনগরে সন্ত্রাসি হামলা, মাদ্রাসার সহকারী প্রিন্সিপালসহ আহত ৮ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম নাঙ্গলকোটে তিন সহদরের দাদন বা সুদি কারবারের যাঁতাকলে সর্বস্বান্ত শত শত পরিবার  শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এনসিপি’র পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের

সিলেট ওসমানিনগরে সন্ত্রাসি হামলা, মাদ্রাসার সহকারী প্রিন্সিপালসহ আহত ৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ১৯৮ বার

ওসমানিনগর প্রতিনিধি :
গত ০৯মে ২০২০ইং দু দফায় পুর্ব পরিকল্পিত সন্ত্রাসি হামলায় বাড়িঘর ভাঙ্গচুর সহ ২জন মারাত্মক আহত,সালিসী সহ আহত হয়েছেন সর্বমোট আটজন।
ঘটনাটি পুর্বপরিকল্পিত হওয়ায় অপর পক্ষের কাহার ও হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।
ঘটনাস্থলে তাৎক্ষণিত পুলিশের উপস্থিতিতি না হলে খুন খারাবির সমুহ সম্ভাবনার কথা জানিয়েছেন এলাকাবাসি।

ঘটনাটি ঘটেছে উপজেলাস্ত দয়ামির ইউনিয়নের রাইকদাড়া(গাংপার)গ্রামে।
আমাদের স্থানীয় প্রতিনিধি জানান,কামাল উদ্দিন,পিতা মৃত্য মকদ্দছ আলী’র সাথে পুর্ব শত্রুতা ছিল একই গ্রামের প্রভাবশালী কাতার প্রবাসি কবির উদ্দীন,মনির উদ্দী,সামছুদ্দীন, পিতাঃ আব্দুল হাশিম এর সাথে।
এরই জের ধরে গত ৯ মে প্রথমে বেলা ১১টায় এবং দ্বিতীয় দফায় বেলা ২টায় দেশীয় বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে কামাল উদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়।
পার্শ্ববর্তি গ্রামের লোকজন সালিসী করতে আসলে তারা ও রক্ষা পাননি কাতারপ্রবাসি সন্ত্রাসী গোষ্টীর আক্রমন থেকে।
অত্র এলাকার বিশিস্ট আলেম স্থানীয় মাদরাসার ভাইস প্রিন্সিপাল, এবং এলাকার বিশিষ্ট সালিসী ব্যাক্তিত্ব মাওঃআলতাফুর রাহমান উদ্বুধ পরিস্থিতিতে সালিসের মাধ্যমে সমাধানের আহবান জানাতে আসলে তাঁর উপর উপর্যোপুরি ইট পাটকেল নিক্ষেপ করে মারাত্মক আহত করা হয়।
সন্ত্রাসিদের হামলায় নিজ ঘরে থেকে ও বাঁচতে পারেননি অসহায় হতদরিদ্র আয়েশা বেগম। আয়েশা বেগম বর্তমানে সিলেট ওসমানি মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়েছেন,মাওঃ আব্দুল ক্বুদ্দুছ,মাওঃ ইমাদুদ্দীন,নাসিরুদ্দিন,ফজর আলী,আওলাদ আলী গং।
ঘটনার বিচার চেয়ে থানায় মামলা করেছেন সাহাবুদ্দিন পিতা মকদ্দছ আলী।(মামলা নং ৩)।
বর্তমানে আসামিরা পলাতক। স্থানীয়রা বিষয়টা আপস মিমাংশা করার আপ্রাণ চেস্টা চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন আমাদের প্রতিনিধি কে জানান, আসামি মনির উদ্দীন গং ৫ ভাই কাতারপ্রবাসি,মাত্র কিছুদিনের ভিতরে দিন মজুর থেকে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ায় এলাকায় তাদের প্রভাব বিস্তার করার নেশায় মেতে উঠে। যার পরিপেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের আক্রমনের শিকার হয় এলাকার মানুষ।এই ঘটনা তারই একটা অংশ বলে আমার ধারনা।
মামলার বাদি সাহাবুদ্দীন জানান, এরা ৮/১০ বছর পুর্বে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে কাজ কর্ম করে কোন রকম জীবনযাপন করতো,হঠাৎ বোনের জামাই দয়ায় কবির উদ্দীন কাতার একটি ফার্মের ভিসায় চলে যায়।সেখানে গিয়ে কফিল কে বসে নিয়ে আসে এবং কিছুদিনের ভিতরে আপন বোনের জামাইকে নির্যাতন করে দেশে পাঠিয়ে দেয়। এরপর কফিলের ফার্মে একক আদিপত্ত বিস্তার করার সুযোগ পেয়ে যায়। আসামি
কবির উদ্দীনের আদম ব্যাপারি বিজনেজ এবং তার দেয়া ভিসায় কাতার থেকে নির্যাতিত হয়ে ফিরে আসা কাতার ফেরত স্থানীয় একজন জানান,আমাকে ১২শত রিয়াল বেতন দেবে বলে সাড়ে তিন লাখ টাকা নেয়,সেখানে গিয়ে দেখি ৬০০ রিয়াল বেতন। কফিলকে আমাদের পাশে আসতে দেয় না, আমাদেরকে ও কফিলে পাশে যেতে দেয় না। পরে জানতে পারি কফিল বেতন ঠিকই প্রদান করে কিন্তু আমাদের কে অর্ধেক প্রদান করে বাকিটা সে পকেটে রেখে দেয়। এব্যাপারে কিছু বললেই দেশে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়। অনেক কে নির্যাতন ও করে। এভাবে রাতারাতি ভিখারি থেকে এখন তারা কোটিপতি।কাতারে তারা ৫ ভাই মিলে একটি নির্যাতন সেল গড়ে তুলেছে।তাদের অধিনে যারা কাজ করবে তারা কেউ টু শব্দ করলেই সেই সেলে নির্যাতন করা হয় এবং অনেককে এপর্যন্ত জোর জবরদস্তি করে দেশে পাটিয়েছে।তাদের নির্যাতনে কাতার থেকে ফেরত এসেছেন তাদেরই ভাতিজা সুমন মিয় পিতাঃ আশরাফ আলী,তাদের ফুফুতো বোনের জামাই এবং অত্র গ্রামের আখতার হোসেন সহ বেশ কয়েকজন।এসকল বিষয় নিয়ে এলাকা বারবার বিচার বৈঠক করে এলাকার মানুষ এখন অনেকটাই বিরক্ত।
বাদি সাহাবুদ্দিন জানান, তারা অবৈধ ভাবে টাকার মালিক হওয়ায় অত্র এলাকায় বার বার আইন শৃংখলার অবনতি ঘটিয়েছে। এবার পুলিশের উপস্হিতি না থাকলে তাদের টার্গেট মত আমার ভাই কে খুন করে ফেলত ।
এলাকার বিশ্বস্থ সুত্র থেকে জানা যায়, ইতিপুর্বে বাঙ্গালি একজন পুলিশ অফিসার, যিনি কাতারে পুলিশের উচ্ছপদে চাকরি করেন, বাদিপক্ষ এই বিষয়ে উনার সাথে মতবিনিয় করেছেন। উনি পরামর্শ দিয়েছেন যথাযথ প্রক্রিয়া অবলম্বন করলে তাদের অবৈধ টাকার উৎস,টাকা পাচার,এবং এখানে তাদের নির্যাতন সেল সম্পর্কে কাতার সরকার এবং তাদের কফিল কে অবহতি করা সহ সার্বিক ব্যাবস্থা গ্রহন করা যাবে।বর্তমানে তারা ঐ পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছেন।
কাতার বাঙ্গালি কমিউনিটি সহ আর কেউ যাতে তাদের ষড়যন্ত্রের শিকার না হয় সে জন্য কাতার কমিউনিটি নেতৃবৃন্দের সাথে তাদের কর্মকান্ড শেয়ার করা/প্রচার করা উদ্দোগ নেয়ার ও চিন্তা ভাবনা চলছে বলে সুত্র জানায়।
আসামিরা যাতে পালিয়ে দেশের বাহিরে না যেতে পারে সে ব্যাপারে ব্যাবস্থা গ্রহন করার জন্য দেশের তিন টি আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ কে অবহতি করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বাদি পক্ষের একজন নিশ্চিত করে।
আরো জানা যায়,ওসমানিনগর নগর ওসি অত্যান্ত সৎতার কারনে বিবাদীদের টাকার জোর থাকার পরও আসামিরা থানায় কোন প্রভাব বিস্তার করতে পারেনি। প্রশাসন তাদের গ্রেফতারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখিত ঘটনার ব্যাপারে জানতে মামলার অন্যতম আসামি মনির উদ্দিনের এই নাম্বারে .01779310199. নং মোবাইলে বারবার ফোন করা হলেও রিসিভ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net