1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অরাজনৈতিক সার্বজনীন- স্বপ্ন সামাজিক সংগঠন " আত্মপ্রকাশ, অলিদ সভাপতি ও সম্পাদক ইরফান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার পাথালিয়ায় সন্ত্রাসী ইমরান বাহিনীর দখলবাজীতে অতিষ্ট এলাকাবাসী স্টাফ রিপোর্টার ( মাগুরায় বীর মুক্তিযোদ্ধারা বানভাসি মানুষের জন্য নগদ টাকা পাঠালেন গোদাগাড়ীতে দুস্থ নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের টাকা প্রদান অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু, ১ সপ্তাহে হাসপাতালে –৯ জন রোগী ! মানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময় শেরপুরে আধিপত্যের বিরোধে দুই এলাকার সংঘর্ষে, নিহত-২ জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা অরাজকতার বিরুদ্ধে নাগরিক কমিটির প্রতিরোধ গড়ে তোলার আহ্বান — এম এ বার্নিক  শ্রীপুর তুলা উন্নয়ন গবেষণা ও বীজ বর্ধন খামারে প্রকল্পের ১৪ জন কর্মচারীর ভবিষ্যৎ অন্চিত!মানা হয়নি সর্বোচ্চ আদালতের রায়কে মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

অরাজনৈতিক সার্বজনীন- স্বপ্ন সামাজিক সংগঠন ” আত্মপ্রকাশ, অলিদ সভাপতি ও সম্পাদক ইরফান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৪৭ বার

শ্যামল বাংলা প্রতিবেদকঃ
বাঙালি সমাজে বাঙালিদের চালাকি ও কূটকৌশল জ্ঞানের পরিচায়ক বলে মনে করা হয়। লোকঠকানো ও ফাঁকি দেয়া নাকি জ্ঞানী লোকের গুণ। বাঙালি অলস, বাস্তববিমূখী কলহপ্রিয় ও আত্নকেন্দ্রীক, যাদের মধ্যে সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততার ভীষণ অভাব ।

যথার্থ বিবেকবান, সত্যনিষ্ঠ ও অকপট চরিত্রের মানুষের অস্তিত্ব পাওয়া বড়ই বিরল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেক করে বলেছেন– ” আমরা আরম্ভ করি, শেষ করি না, আরম্ভ করি কাজ করি না, যা অনুষ্ঠিত করি তা বিশ্বাস করি না, যা বিশ্বাস করি তা পালন করি না। আকাশচুম্বী বাক্যবাণ নিক্ষেপ করি, তিল পরিমাণ আত্মত্যাগ করি না, আমরা অহংকার দেখিয়ে পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না । সকল কাজের পরের প্রত্যাশা করি অথচ পরের সামান্য ত্রুটি নিয়ে চিকৎকারে আকাশ বিদীর্ণ করতে থাকি। __ এগুলো হচ্ছে আমাদের সমাজের মানুষের স্বভাব । কেউ যদি এই স্বভাবজাত স্বভাব থেকে মুক্ত হতে পারে তবেই সে যথার্থ মানুষ হয়ে উঠতে পারে । কিছু সংখ্যক মানুষ এ বাঙালি চরিত্রের বাইরে অবস্থান করছে । যারা এখনো সাধারণের চোখে বোকা এবং খোকাই হয়ে গেছে _

যেমন উক্তিঃ
সহজ সরল ভাল মানুষ
সবার চোখে বোকা
তারাই চালাক জ্ঞানী গুণী
দিচ্ছে যারা ধোকা
সব বুঝে সব দেখে শুনে
চুপটি থাকে খোকা -!!

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
গঠনতন্ত্র তৈরি হচ্ছে। সবাই যোগ দিতে পারবে। মূলত এলাকায় সুষম উন্নয়ন, সামাজিক সমস্যা দূরীকরণে উপযোগী পরিবেশ সৃষ্টি , মাদক ব্যবসা বন্ধ করন, বাল্য বিবাহ রোধ, সুশাসন প্রতিষ্ঠা, লিংগ বৈষম্য দূরীকরণ,কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এলাকার সমস্যা চিহ্নিত করা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, সহিংসতা কমিয়ে আনার চেষ্টা,গভীর নলকূপ স্থাপন,দূর্নীতিকে না বলা, স্থানীয় প্রশাসনকে জনবান্ধব করতে সহায়ক পরিবেশ সৃষ্টি, দূস্থ মহিলা ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় নিয়ে আসা,কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত করা, এলাকার উচ্চ পদস্থ কর্মকর্তাদের ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করে এলাকার উন্নয়নে তাদের সহযোগিতা আদায় করা, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদনে সচেতনতা সৃষ্টি, শিক্ষার হার ও মান বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি সহ আরো বহু প্রকল্প সৃষ্টি করে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করাই হবে এই সংগঠনের লক্ষ্য।

স্বপ্ন সামাজিক সংগঠন গঠন তন্ত্র আলোকে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারকে সভাপতি ও আর. জে. সুহিন ইরফানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে উক্ত কমিটি অনুমোদন করেন।

সংগঠনের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব সহ সকলের নিকট সার্বিক সুপরামর্শ সহ সবধরনের সহযোগিতা প্রত্যাশা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম