বদরুল হক,আনোয়ারা প্রতিনিধি:
মাস্ক পরিধান না করায় আনোয়ারা উপজেলায় ২১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৯ জুন(সোমবার) বিকাল সাড়ে ৪টায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে নিদিষ্ট সময়ের বাইরে দোকান খুলে রাখাসহ, মাস্ক না পরা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার তানভীর হাসান চৌধুরী।
এছাড়া, সচেতনতা মুলক কার্যক্রম হিসেবে অতিরিক্ত যাত্রী বাসভাড়া নেওয়া,নির্দিষ্ট সময়ের বাইরে দোকান খোলা রাখা দোকানগুলো বন্ধ করে দেন এবং বাসের অতিরিক্ত ভাড়া আদায় করায়,তাদের মনিটিং করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার তানভীর হাসান চৌধুরী জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধির যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ২১জনকে বিভিন্ন পরিমাণে মোট ৪৫০০টাকা জরিমানা করা হয়।