সুহৃদয় তঞ্চঙ্গ্যা,বান্দরবান : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে আলীকদম সেনা জোন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে নয়টায় দিকে বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাধানে আলীকদম উপজেলার নয়াপাড়া, বাবুপাড়া ও রোয়াম্ভু এলাকার দূঃস্থ ও অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আলীকদম জোনের জেডএসও মেজর মোস্তাক আহমেদ।
এ সময় আলীকদম জোনের জেডএসও মেজর মোস্তফা বলেন, করোনা যুদ্ধে শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে। যাতে করে হতদরিদ্র মানুষেরা যেন অভূক্ত না থাকে এবং জীবিকার উদ্দেশ্যে বাসার বাইরে বের না হয়।
তিনি আরও বলেন, মাস্ক পড়বেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, নিজেকে নিরাপদ ও করোনা মুক্ত রাখবেন। আপনারা স্বাস্থ্য বিধি মেনে সুস্থ ও নিরাপদ থাকলে, আপনাদের পরিবারও সুস্থ ও নিরাপদ থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জামাল উদ্দিন, আলীকদম জোনের ওয়ারেন্ট অফিসার এহাসান উল্লাহ্, বিএনপি নেতা জুলফিকার আলী ভূট্টো ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।