শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর দেয়া ১০ হাজার মাস্ক বিতরণ শুরু হয়েছে।১৩ জুন রাউজান পৌর ৩নং ওয়ার্ড গহিরা এলাকার বিভিন্ন স্থানে সাংসদের দেয়া মাস্ক বিতরণ করেন কাউন্সিলর কাজী মুহাম্মদ ইকবাল। তিনি এলাকার শ্রমজীবী, রিক্সা চালক, অটোরিকশা চালক, বাস ও ট্রাক চালক, দোকানদার,পথচারীসহ যারা মাস্ক বিহীন চলা ফেরা করেছেন তাদের মাস্ক বিতরণ করতে দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনোয়ার পারভেজ, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুসহ অন্যান্যরা।