1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্তদের পাশে এড. সুজনের টিম সেভ দ্যা হিউম্যানেটি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান

করোনা আক্রান্তদের পাশে এড. সুজনের টিম সেভ দ্যা হিউম্যানেটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৫৭ বার

নিজস্ব প্রতিবেদকঃ করোনালীন সময়ে অসহায় মানুষের মাঝে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী যুবকদের সংগঠন সেভ দ্যা হিউম্যানেটি। করোনা প্রাদূভার্বের শুরু থেকে গত তিন মাসে প্রায় ১২শ মানুষকে সেবা প্রধান করেছে এ সংগঠন। যার মধ্যে জনসচেতনতা, খাদ্য সামগ্রী বিতরণ ও অর্থিক সহায়তা, করোনা রোগীদের প্রয়োজনীয় সেবা ও করোনায় মৃতদের দাফন কার্যক্রম অন্যতম। কুমিল্লার সদর দক্ষিণ, লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট এলাকায় এ সেবা প্রদান করা হয়েছে। ২৫ জন যুবক এ কার্যক্রমের সাথে যুক্ত আছেন। এ কার্যক্রম চলমান থাকলে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের সূত্রমতে, করোনা প্রাদূভার্বের শুরুতে সর্ব সাধারনের মাঝে মাস্ক, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডসেনিটাইজার ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান, নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে অর্থিক সহায়তা, করোনা রোগীদের জন্য ফ্রী এ্যাম্বুলেন্স সেবা, বয়স্ক ও শ্বাস কষ্টের রোগীদের মাঝে ডাক্তারের পরামর্শে অক্সিজেন সিলিন্ডার, ফালস অক্সিমিটারের ব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম অব্যাহত আছে। করোনা রোগীর জন্য খাদ্য সহায়তা ও কোয়ারেন্টাইনের ব্যবস্থা। করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন, কাফন ও জানাযায় ব্যবস্থা করা হয়েছে।

সংগঠনের সদস্য মোহাম্মদ উল্লাহ জানান, প্রথমদিকে স্বেচ্ছাসেবী কম ছিলো, কাজ কম হয়েছে। ইকবাল হাফিজ, হাফেজ পেয়ার আহমেদ, মো. সেলিম, মো. রিপন ইসলাম তারা কাজে সহায়তা করেছে। তারা এখনো নিয়মিত কাজ করছেন। এখন ২০-২৫ জন সদস্য কাজ করে যাচ্ছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা এডভোকেট মো. বদিউল আলম সুজন জানান, বিশ্বের এ ক্রান্তিকালে অামাদের অবস্থান থেকে হতদরিদ্র মানুষের জন্য কাজ করা এটি ক্ষুদে প্রায়াস। টিমের সদস্যদের অান্তরিকতার কারণে এ সেবা দেওয়া সম্ভব হয়েছে। স্ব-অর্থায়নে একটি সামাজিক উদ্যোগ। ঈদের পূর্বে ১৭ দফায় প্রায় ১২শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনাকালীন সময়ে গত তিন মাসে ২৩২ ব্যাগ বিনামূল্যে রক্ত দেওয়া হয়েছে। সবার দোয়া ও সহযোগীতায় এ সেবা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ। সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রতিটি অনুরোধ করবো যে যার অবস্থান থেকে অপরের প্রতি মানবিক হোন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই বহুমুখী সামাজিক কার্যক্রমের মধ্যদিয়ে মানুষের অাস্থা অর্জন করেছে স্বেচ্ছাসেবীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net