মাহবুবুর রহমান : করনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী জেলায় কর্মরত আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে বিভিন্ন মৌসুমী ফল বিতরণ করেছে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
বৃহস্পতিবার বিশেষ আলাপ কালে তিনি জানান, আমার নোয়াখালী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে সে সকল আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য আমরা শুরু থেকেই ঔষুধ থেকে শুরু করে আবাসন, চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতা করে আসছি।
একই সাথে কোভিড-১৯ পজিটিভ হয়ে চিকিৎসাধীন সদস্যদের জন্য মৌসুমী ফল দিয়ে আসছি। এর মধ্যে আমরা আম, আপেল, আনারস, কলা, পেঁপে, লিচু, মাল্টা ও লেবু প্রদান করেছি।
আলমগীর হোসেন আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে গিয়ে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ এ পর্যন্ত আমার ৮৩ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।আমি সকল সদস্যদের নিয়মিত খোঁজখবর সহ সকল ধরনের চিকিৎসার সহযোগিতা প্রদান করে আসছি। সব ধরনের সহযোগিতা তারা সুস্থ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।