মোঃ ইকবাল হোসেন,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
শনিবার (২৭ জুন) ভোরে উপজেলার গারাংগিয়া মাদ্রাসার পশ্চিম পাশে কোতোয়াল দিঘীর পাড় এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।
নিহত সোহেল বারদোনা ৭ নম্বর ওয়ার্ড আদর্শপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। সে মোসাদ্দেকুর রহমান হত্যা মামলার প্রধান আসামি।
সাতকানিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ জুন বিকেলে উপজেলার বারদোনা এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীদের হাতে ছুরিকাঘাতে খুন হন যুবলীগ কর্মী মোসাদ্দেকুর রহমান।