মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা ভাইরাসে নতুন দুইজন সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। নতুন আক্রান্ত দুইজন হলো: ব্র্যাকের প্রগতি প্রকল্পের অফিসার মোস্তাফিজুর রহমান (৩৫) ও পৌর এলাকার ফালগুনকরা গ্রামের বাচ্চু মিয়া (৫৫)। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১০ জুন নতুন আক্রান্তদের নমুনা নেয়া হয়। পরীক্ষা শেষে মঙ্গলবার তাদের পজেটিভ রিপোর্ট আসে। উপজেলায় সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন।