কাজী কামাল হোসেন, নওগাঁ : নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও এ সময়ে ৫০ জনকে নতুন করে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে।
এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১২ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ১২ জন, বদলগাছি উপজেলায় ২ জন, পত্নীতলা উপজেলায় ১৯ জন এবং পোরশা উপজেলায় ২ জন।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৮৬৬৬ জনকে। গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৬৩ জনকে এবং এ পর্যন্ত সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ৭৩৭০ জনকে।
বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১২৯৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য রোগির সংখ্যা ১১১ জন।