1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন আরো ২১ জন করোনা আক্রান্তসহ দিনাজপুরে মোট আক্রান্তের সংখ্যা ৩৮২ জন মৃত ৬ : সুস্থ ১১৫ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার পাথালিয়ায় সন্ত্রাসী ইমরান বাহিনীর দখলবাজীতে অতিষ্ট এলাকাবাসী স্টাফ রিপোর্টার ( মাগুরায় বীর মুক্তিযোদ্ধারা বানভাসি মানুষের জন্য নগদ টাকা পাঠালেন গোদাগাড়ীতে দুস্থ নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের টাকা প্রদান অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু, ১ সপ্তাহে হাসপাতালে –৯ জন রোগী ! মানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময় শেরপুরে আধিপত্যের বিরোধে দুই এলাকার সংঘর্ষে, নিহত-২ জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা অরাজকতার বিরুদ্ধে নাগরিক কমিটির প্রতিরোধ গড়ে তোলার আহ্বান — এম এ বার্নিক  শ্রীপুর তুলা উন্নয়ন গবেষণা ও বীজ বর্ধন খামারে প্রকল্পের ১৪ জন কর্মচারীর ভবিষ্যৎ অন্চিত!মানা হয়নি সর্বোচ্চ আদালতের রায়কে মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

নতুন আরো ২১ জন করোনা আক্রান্তসহ দিনাজপুরে মোট আক্রান্তের সংখ্যা ৩৮২ জন মৃত ৬ : সুস্থ ১১৫ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১৩০ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২১ জন করোনায় আক্রান্তসহ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২জন। এ পর্যন্ত জেলায় ১১৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন এবং ৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১০টায় জানান, গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) জেলায় নতুন আরো ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩৮২ জনে। এছাড়া নতুন আরো ৬ জনসহ এ পর্যন্ত ১১৫ জন সুস্থ হয়েছেন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৩৮২ জনের মধ্যে পুরুষ ২৭২ জন, নারী ৯৩ জন ও শিশু ১৭ জন।

নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে খানসামা উপজেলায় ১০ জন, সদরে ৪ জন, চিরিরবন্দরে ৪ জন, বিরলে দুইজন ও বিরামপুর উজেলায় একজন। আর সুস্থ ৬ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩ জন, বীরগঞ্জে দুইজন ও নবাবগঞ্জ উপজেলায় একজন।

সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত ৩৮২ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১১২ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ৩৫ জন, বোচাগঞ্জে ১০ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ৩১ জন (একজন মৃতসহ), ফুলবাড়ীতে ১৪ জন, নবাবগঞ্জে ২৫ জন, হাকিমপুরে ৫ জন, খানসামায় ২২ জন, বিরামপুরে ৩২ জন, ঘোড়াঘাটে ৩১ জন, চিরিরবন্দরে ৩৪ জন (মৃত দুইজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৮ জন।

অপরদিকে সুস্থ ১১৫ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ২৭ জন, ফুলকাড়ীতে একজন, নবাবগঞ্জে ১২ জন, পার্বতীপুরে ১৩ জন, কাহারোলে ৭ জন, বোচাগঞ্জে ৫ জন, হাকিমপুরে দুইজন, ঘোড়াঘাটে ৪ জন, বিরামপুরে ৩ জন, বিরলে ২০ জন, বীরগঞ্জে ১৪ জন, খানসামায় ৬ জন ও চিরিরবন্দর উপজেলায় একজন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২২১ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৭ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৬ জন।
সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার মোট ৮৭টি নমুনার ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ২১টি নমুনার ফলাফল পজিটিভ, দুইটি নমুনার ফলাফল ফলোআপ পজিটিভ ও বাকী ৬৪টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। আর এ পর্যন্ত ৪৯৭৪টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৫৯০টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এছাড়া বৃহস্পতিবার ২১৩টি নমুনা পরীক্ষার জন্য দিনাজপুরে ল্যাবে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ১৩৭ জনসহ এ পর্যন্ত ১০ হাজার ৬৬৭ জনকে হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টইন হতে ছাড় পেয়েছেন ৭ হাজার ৯৫৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টইনে রয়েছে ২ হাজার ৭০৯ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ৩২১ জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইন হতে ছাড় পেয়েছেন ৩০৩ জন ও বর্তমানে ১৮ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম