সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর জেলা হাসপাতালে করোনা সন্দেহে নমুনা দিতে গিয়ে রাবেয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হাসপাতালে এসে নমুনা দেয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত রাবেয়া নরসিংদী শহরের বীরপুর এলাকার সুরুজ মিয়ার স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বর শ্বাসকষ্ট নিয়ে গত কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। অাজ নমুনা দিতে এসে হাসপাতালেই তার মুত্যু হয়।
নরসিংদী করোনা হাসপাতালের আরএমও ডা. এএনএম মিজানুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন তিনি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ভর্তির পরামর্শ দেই। ভর্তির কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলেই করোনা বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।