সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার ইনডেক্স প্লাজার আগুন নিয়ন্ত্রণে অাসে। ফায়ার সার্ভিসের একান্ত চেষ্টায় অাগুন নিয়ন্ত্রণে আসে।
ইনডেক্স প্লাজার দোকান মালিক সমিতি জানায়, বৃহস্পতিবার সকালে শপিংমলের সিকিউরিটি গার্ডরা ভবনের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। পরে ভিতরে গিয়ে দেখে শপিংমলের প্রথম তলার মীম কসমেটিকসের দোকানে আগুন লাগে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ সময় শপিংমলে ভেন্টিলেটর না থাকায় পুরো শপিংমল ধোয়াঁয় আচ্ছন্ন হয়ে যায়। মীম কসমেটিকসের মালিক আলমগীর বলেন, ‘আগুনে আমার দোকানের সব কসমেটিকস মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি।’
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহীন আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দেখা যায়, পুরো শপিংমল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। পরে আমরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
ফায়ার সার্ভিস জানায়, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’
উল্লেখ্য, আজ (১৮ জুন) সকালে নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার ইনডেক্স প্লাজায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অাসে।