শামীমুর রহমান, বিশেষ প্রতিবেদক :
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা হেসাখাল ইউনিয়নে মৃতঃআলী আক্কাসের ছেলে মোঃ আলাউদ্দিনের পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে ওই পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে। মাছ নিধনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার রাতের কোনো সময় বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসী জানায়, গতকাল ফজরের সময় পুকুরে ওজু করতে এলে মাছ মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে জাল দিয়ে পুকুর থেকে বেশ কয়েক মণ মরা মাছ উদ্ধার করা হয়। শত্রুতাবশত মাছ নিধনের উদ্দেশ্যে রাতে পুকুরে বিষপ্রয়োগ করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, আমার এই পুকুরে প্রায় ৪ লক্ষ টাকার মাছ ছিল, আমার সব শেষ হয়ে গেছে, পুকুরে তেলাপিয়া, রুই, কাতলা মৃগেলসহ বেশ কয়েক প্রজাতির মাছ চাষ করা হয়েছিল এ পুকুরে।