মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলায় নতুন করে আরও একজনের দেহে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে মানিকছড়ি উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৪ জনে। আক্রান্ত রোগী মানিকছড়ি উপজেলা মাস্টার পাড়া এলাকার মো. জাহাঙ্গীর হোসেন’র ছেলে মো. আকতার হোসেন(২৪)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত মো. আকতার হোসন’র শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত বুধবার (১০ জুন) নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। ফলে আজ সোমবার (১৫জুন) প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রতন খীসা জানান, ইতোমধ্যে করোনা ভাইরাস পজিটিভ আসা রোগীর বাড়ি উপজেলা প্রমাসন ও স্বাস্থ্য বিভাগ’র পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং বাড়ি থেকে কাউকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।