মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- মানিকছড়িতে নতুন করে একজন পুলিশ ও একজন ইউপি সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। পূর্বে ১৪ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হলেও নতুন করে রবিবার (২১ জুন) আরও ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে বর্তমানে মানিকছড়িতে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৬ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) মানিকছড়ি হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে আজ রবিবার (২১জুন) তাদের দেহে করোনা ভাইরাস পজিটিভ আসে।
নতুন করে আক্রান্ত মো. মো. তাজুল ইসলাম (পুলিশ সদস্য) ও যোগ্যাছোলা ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা বিষয়টি নিশ্চিত করেছেন।