শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানে দুই সন্তানসহ ডেজি আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।জানা যায়, গত ৫ জুন
বাপের বাড়ী বেড়াইতে যাওয়ার কথা বলে স্বামীর ঘর ডাবুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ হিংগলা আজাদ মেম্বার বাড়ি থেকে বের হয়। গত ৯ জুন সকাল দশটার সময়ে দু’সন্তানকে নিয়ে ডেজি আক্তার তার পিতার বাড়ী থেকে শাশুর বাড়ীতে আসার পথে নিখোঁজ হয়।ওই গৃহবধূর বাপের বাড়ী পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া সৈয়দ বাড়ী।এব্যাপারে গৃহবধূরর স্বামী ফরহাদ রাউজান থানায় গত ১০ জুন বুধবার ডায়েরি করেন।রাউজান থানার ডায়েরিনং – ৩৯২।নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, গৃহবধূ ডেজি আক্তারের সংসারে মোহাম্মদ অভি (৭) ও মোহাম্মদ আলভী (৮মাস) বয়সী দুই শিশু পুত্র রয়েছে। এ বিষয়ে ডেজি আক্তারের নিখোঁজ ডায়েরি তদন্তকারী কর্মকর্তা রাউজান থানার এস আই আবদুল আলীম বলেন নিখোঁজ ডাইরী পাওয়ার পর ডেজি আক্তার ও তার দু’সন্তানের ছবি সহ দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।গৃহবধূর মা জানান, তার মেয়ে নিখোঁজ নাকি, কোন ছেলের সাথে পালিয়েছে এখনো সঠিক জানেন না তিনি।