মঈন উদ্দীন: রাজশাহী জেলায় একদিনে করোনাভাইরাসে সংক্রমিত বেড়েছে ১২ জন। এ নিয়ে জেলায় সংক্রমিত বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। নতুন করে কেউ সুস্থ্য বা মারা যায়নি। এখন পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ৫৩ জন। আর মারা গেছেন তিনজন। শনিবার সকালে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ জন। রাজশাহীর দুইটি ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ১০ জন ও রামেক ল্যাবে ২ জনের নমুনা পজিটিভ আসে।
ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ১০১ জন। এছাড়াও বাঘায় ১২ জন, চারঘাটে ১৫ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৬ জন, বাগমারায় ১২ জন, মোহনপুরে ২৩ জন, তানোরে ১৭ জন, পবায় ১২ জন ও গোদাগাড়ীতে ১ জন।
জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৩ জন। এর মধ্যে নগরের আটজন, বাঘায় তিনজন, চারঘাটে দুইজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন ও পবায় চারজন।