মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
জেলার রামগড়ে “গুদামে গুদামে কৃষকের ধান-কৃষক বাঁচে, বাঁচে প্রাণ” এ প্রতিপাদ্যে সরকারিভাবে শুরু হয়েছে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২০।
বৃহস্পতিবার দুপুরে খাদ্যগুদাম চত্ত্বরে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও সংগ্রহ কমিটির সভাপতি আ.ন.ম বদরুদ্দোজা।
এবার উপজেলার একমাত্র খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে কৃষক ও মিল চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৫৬ মেট্রিক টন আতপ চাল এবং প্রতি কেজি ২৬ টাকা দরে ১২০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহ অভিযানটি আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনসুর আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।