শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর সাইক্লোন সেল্টারই হচ্ছে চকরিয়া ফিল্ড হাসপাতালের নির্ধারিত স্থান। এখান থেকেই মহামারী করোনা আক্রান্তদের প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার ২৯ জুন বিকেল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ রামপুরস্থ সাইক্লোন সেল্টার ভবনটি পরিদর্শন করেন। পরে পরিদর্শন শেষে তিনি হাসপাতাল বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের চকরিয়া ফিল্ড হাসপাতালের জন্য প্রাথমিকভাবে রামপুর সাইক্লোন সেল্টারকে নির্ধারণ করে এই সিদ্ধান্তের কথা জানান। এতে চকরিয়া ফিল্ড হাসপাতালের কর্মকর্তারাও ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। এসময় চকরিয়া ফিল্ড হাসপাতালের আহবায়ক চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিনসহ হাসপাতাল পরিচালনা কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।