1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ট্রাক মালিক সমিতির সভাপতি সহ ৪ আসামীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে হরিপুরে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের আত্মীয়! মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন দায় স্বীকার করে পরে পুলিশের কাছে আত্মসমর্পণ ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে সুপার সিক্স নাইট টুর্নামেন্ট । আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পাচ্ছেন কফিল আহমেদ ও আফরোজা সোমা রাউজানের ঐতিহাসিক ২৪ তম জশনে জুলুস অনুষ্ঠিত পরকীয়া সন্দেহ, স্ত্রীকে পিটিয়ে হত্যা মাগুরার মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ ছাত্র ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে — এস. আলম রাজীব। বিনাজুরী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা

লালমনিরহাটে ট্রাক মালিক সমিতির সভাপতি সহ ৪ আসামীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ১৩৫ বার

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলী লাল সহ গ্রেফতার চার আসামীর নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট সদর থানা পুলিশ আসামীদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। এসময় আসামীদের পক্ষে জামিন প্রার্থনা করেন সাবেক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ। অপরদিকে জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন কোট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আবু মুসা। বিজ্ঞ আদালত নির্যাতনের ভিডিওচিত্র দেখেন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আসামীদের জামিন না মঞ্জুর করেন।
মমিনুল ইসলাম (১৬) নামে ১ কিশোরকে তেলের জারকিন চুরির অপরাধে অমানুষিক নির্যাতনের ঘটনায় লালমনিরহাট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আশরাফ আলী লালকে মঙ্গলবার গভীর রাতে আটক করেছে লালমনিরহাট থানা পুলিশ।
গ্রেফতার আশরাফ আলী লাল (৫৫) লালমনিরহাট পৌরশহরের মিশনমোড়স্থ এলাকার আহাম্মদ আলীর ছেলে। তিনি মিশনমোড়স্থ সীমান্ত আবাসিক হোটেল ভবন মালিক। তার ইটভাটাও রয়েছে। তিনি কয়েক কোটি টাকার সম্পদের মালিক। অপর আসামীরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা এলাকার মৃত. সুশীল চন্দ্র রায়ের ছেলে মধু চন্দ্র রায় (৩২), আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী এলাকার মৃত. শশী মোহন রায়ের ছেলে বিমল চন্দ্র রায় (৩৭) ও একই উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্বদোলজোড় এলাকার মৃত. ওয়াহেদ আলীর ছেলে আব্দুল মান্নান (২২)। এসব আসামি আশরাফ আলীর সীমান্ত ভবনের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।
ওই কিশোরকে নির্যাতনের সময় কে বা কাহারা মোবাইল ফোনে ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে সদর থানা পুলিশ রাতেই নির্যাতনকারী ওই ট্রাক মালিক সমিতির সভাপতি আশরাফ আলী লালকে তার মিশনমোড়স্থ বাসা থেকে আটক করে। এরপর লালের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্যাতনের শিকার মমিনুল ইসলাম নামের ওই কিশোরকে লালমনিরহাট সদর উপজেলার চাঁদনীবাজার আবাসন থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের হাতে আসা ওই ভিডিওতে দেখা যায়, লালমনিরহাট জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় চত্তরে মেসার্স আল মামুন ফার্টিলাইজার দোকান ও সীমান্ত আবাসিক হোটেলের মালিক আশরাফ আলী লাল তেল চুরি করার অপরাধে মমিনুল ইসলামকে মারধর করে মাটিতে ফেলে মুখে ও গলায় পা তুলে অমানুষিক নির্যাতন করে। এ সময় তাঁর লোকজনও ওই কিশোরকে মারধর করে। একাধিক মানুষ নিরবে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। ওই কিশোর বাবা বলে বার বার না মারতে অনুরোধ করে তবুও কেউ সারা দেয়নি। তবে কোন এক ব্যাক্তি মোবাইলে ভিডিওচিত্র ধারণ করে তা ফেসবুকে শেয়ার করলে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। ভাইরাল হওয়া দুই মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওচিত্রে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলী লালসহ আরো ২/ ৩ জন তাকে বার বার মাটিতে ফেলে বেধরক মারধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন। আত্মরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেননি।
লালমনিরহাট সদর থানার এসআই মশিউর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ওসি মাহফুজ আলম সাহেবের নেতৃত্বে আমরা রাতেই প্রধান অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার ও নির্যাতনের শিকার কিশোর মমিনুল ইসলামকে শনাক্ত করেছি। মমিনুল ইসলামের বরাত দিয়ে তিনি আরো বলেন, কাজকর্ম না থাকায় অসুস্থ মায়ের খাবারের জন্য মিশনমোড়ে সীমান্ত হোটেলের সামনে ইজিবাইক থেকে একটি তেলের জারকিন চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। ওই ঘটনায় তাকে অমানুষিক নির্যাতন করে আশরাফ আলী লাল ও তার সহযোগীরা। এই ঘটনায় কিশোর আমিনুল ইসলাম ৬ জনের নাম এজাহারে উল্লেখ করে আরো অজ্ঞাত ২/৩ জনের নামে একটি মামলা রুজু করেন। ওই মামলার এজাহার নামীয় অপর তিনজন আসামীকে পরে গ্রেফতার করা হয়। বর্তমানে এজাহার নামীয় দুইজন আসামী সহ অজ্ঞাত আরো ২/৩ জন আসামী পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, অভুক্ত মায়ের খাবারের জন্য মমিনুল ইসলাম নামের এক কিশোরকে অমানুষিক নির্যাতন করার অপরাধে প্রধান অভিযুক্ত ব্যক্তি আশরাফ আলী লালকে রাতেই তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে অপর আসামী মধু চন্দ্র রায় (৩২), আব্দুল মান্নান (২২) ও বিমল চন্দ্র রায়কেও (৩২) তাদের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। মামলার অপর দুই এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাতনামা আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানতে চাইলে পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, এই ঘটনায় যিনিই জড়িত থাকুক। পরিচয় দেখে নয়। তাকে তার অপরাধ বিবেচনা করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের হাতে সম্পূর্ণ ভিডিওচিত্রটি আছে। ঘটনার সাথে জড়িতদের দেখে দেখে সবাইকে গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম