1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড সোনাইছড়িতে ঘোড়ামারা ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

সীতাকুণ্ড সোনাইছড়িতে ঘোড়ামারা ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২০৫ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। এ সময় তিনি তিনশত মিটার বেড়িবাঁধের সংস্কার কাজও পরিদর্শন করেন।

জানা গেছে, দীর্ঘ ১৪ বছর পর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে তিনশত মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

আজ নির্মাণ কাজের উদ্বোধনকালে সাংসদ বলেন, দৈর্ঘ্যের দিকে ১৪” ব্যাসের উক্ত ব্রীজ নির্মাণ হলে ঘোড়ামারা বেড়ীবাঁধের ভাঙ্গন বন্ধ হবে এবং ভাঙ্গনরোধে উক্ত ব্রীজটি এলাকার প্রতিরক্ষা ব্রীজ হিসেবে স্থানীয়দের দীর্ঘ দিনের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, সমাজ সেবক দিদারুল ইসলাম মাহমুদ, ইউপি সদস্য মো. ফোরকান, জহুরুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার রাশেদ প্রমুখ।

পাউবির প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুঁইয়া বলেন, বেড়িবাঁধটি অস্থায়ীভাবে করা হচ্ছে। সামনে বাজেট পাশ হলে স্থায়ীভাবে বেড়িবাঁধের কাজ পুনরায় করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net