1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার অঙ্গীকার রক্ষা করছে না প্রতিবেশী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার অঙ্গীকার রক্ষা করছে না প্রতিবেশী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩০৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
সীমান্তে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে বাংলাদেশীদের হত্যা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত সপ্তাহে ময়মনসিংহ, লালমনিরহাট ও নওগাঁয় পৃথক ঘটনায় তিন বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশটি বন্ধুত্ব গভীর করতে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা চালু করে। এর অংশ হিসেবে সীমান্তে আর কোনো প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করার জোর প্রতিশ্রুতি দেয়। শেষ পর্যন্ত কয়েক দফা এ নিয়ে তারা চুক্তিও করেছে বাংলাদেশের সাথে। ২০১১ সালে সমঝোতা হওয়ার পর থেকে প্রত্যেক বছর বিএসএফের প্রধান উভয় দেশের সীমান্তবাহিনীর শীর্ষ বৈঠকে একবার করে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন, আবার একই ধারায় ভারতীয় বাহিনী প্রতিশ্রুতি ভঙ্গ করে বাংলাদেশী হত্যা করে, পরের বছরও দেশটি প্রতিশ্রুতি দিচ্ছে। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি করা হলেও ভারতের পক্ষ থেকে কেবল প্রতিশ্রুতির মৌখিক আশ্বাসই থেকে যাচ্ছে। সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ করা এখন অসম্ভব মনে হচ্ছে।

এবার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশীকে হত্যা করে বিএসএফ। নিহতের পরিবার লাশটি নিয়ে ঠিক সময়ে সৎকার করবে সেটিও সম্ভব হয়নি। ভারতীয় বাহিনীর গড়িমসির কারণে তার লাশ হস্তান্তর হতে তিন দিন লেগে যায়। লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে বিএসএফ গত বুধবার এক যুবককে হত্যা করে। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ হত্যার প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানালে বিএসএফ কোনো সাড়া দেয়নি। বাংলাদেশীরা এলোপাতাড়ি সীমান্তে হত্যার শিকার হচ্ছেন। অনেকে নির্দয়ভাবে অত্যাচারিত হচ্ছেন। কখনো অপমান-লাঞ্ছনাও করা হচ্ছে তাদের। এর প্রতিকার চাইতে গিয়ে সম্মানজনক আচরণও আমরা পাচ্ছি না।
ভারত এ ব্যাপারে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে, তারা আর বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করবে না। কয়েক দশক ধরে এই প্রতিশ্রুতি দিল্লি দিয়েই চলেছে। ২০১৮ সালে আবারো ভারতীয় সীমান্তবাহিনীর শীর্ষ কর্মকর্তা বিএসএফের আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি সমঝোতায় স্বাক্ষর করেন। এর পরের বছর সীমান্তে গুলি করে বাংলাদেশী হত্যা ১২ গুণ বাড়ে। সৌভাগ্যক্রমে ২০১৮ সালে নজিরবিহীনভাবে সবচেয়ে কম তিন বাংলাদেশীকে বিএসএফ হত্যা করেছিল। মানবাধিকার সংগঠনের হিসাবে এর সংখ্যা আরো বেশি। অন্য দিকে ২০১৯ সালে ৩৫ বাংলাদেশীকে তারা হত্যা করেছিল। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে এ সংখ্যা যদিও ৪৩ জন। চলতি বছরের ২৩ জুন পর্যন্ত ১৮ বাংলাদেশীকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তাদের গুলিতে একই সময় আহত হয়েছেন আরো ১২ জন।
২০১১ সালকে বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনার নতুন শুরু হিসেবে ধরা হয়। এই বছর সীমান্তে যৌথ ব্যবস্থাপনায় কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য চুক্তি ছিল সীমান্তে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ করার বিষয়। বৃহৎ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সীমান্তে ভারতের ইচ্ছার প্রতিফলন ঘটেছে ওই সব চুক্তি ও সমঝোতায়। প্রতিবেশীদের প্রত্যাশা অনুযায়ী সব হলেও সীমান্তে বিএসএফের আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ হচ্ছে না।

ভারতের সাথে সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধিতা এখন অনেক বড় হয়ে উঠছে। নেপাল ও ভুটানও নতুন করে ভারতের সাথে নিজেদের পাওনা নিয়ে সোচ্চার হচ্ছে। অন্য দিকে পাকিস্তানের সাথে রয়েছে ভারতের চির বৈরিতা। এসব সীমান্তে লাগামহীন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে ভারতকে দেখা যায় না। চীনের সাথে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ে ভারতের চুক্তি রয়েছে। ১৯৭৫ সালের পর সীমান্তে চীনের মানুষের বিরুদ্ধে ভারত একবারও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এমনকি সম্প্রতি গালওয়ান উপত্যকায় চীনাদের হাতে এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাসহ ২০ জন নিহত ও ১০ জন আটক হওয়ার পরও ভারত কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত নিয়ে কোনো সঙ্কট নেই। প্রতিবেশী সব দেশের চেয়ে বাংলাদেশের সাথে ভারতের গভীর সম্পর্ক। এমনকি দুই দেশ নিজেদের মধ্যে সর্বোচ্চ সম্পর্ক থাকার ঘোষণা সবসময় উল্লেখ করে। তবু এমন বন্ধুদের প্রতি অঙ্গীকার রক্ষার প্রয়োজন অনুভব করে না ভারত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net