1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সফল মৌ-চাষী ছফির উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই : আপিল বিভাগ জুলাইয়ে আহত ১৫৬০ জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে: হাইকোর্ট ভিপি নুর ও লুৎফরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামুন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রাজধানীর রূপনগর, ট- ব্লকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন- মাহবুব আলম মন্টু  জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সফল মৌ-চাষী ছফির উদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২০২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পড়ালেখার ফাঁকে অনেকটা শখের বসে জড়িয়ে পড়েন মধু ব্যবসায়। কঠোর পরিশ্রম আর ব্যবসা বুঝতে পারায় এখন তিনি সফল মৌ খামারী। মধু ও মৌমাছি বিক্রি করে আর্থিকভাবেও হয়েছেন সচ্ছল।

বেকারত্ব ছুঁতে পারেনি তাকে। মৌ-চাষের মাধ্যমে নিজের বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হওয়া এ যুবক হতে পারে অনেক বেকারের প্রেরণা।

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানের ছেলে মো. ছফির উদ্দিন।

দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে ছফির উদ্দিন ষষ্ঠ। মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেছেন।

জানা যায়, ২০১১ সালে আলিম পরীক্ষা দেওয়ার পরে বসে না থেকে মধু বেচাকেনার সঙ্গে জড়িয়ে পড়েন। বছর পাঁচেক এভাবে মধু কেনা-বেচা করতে করতে মৌ-চাষ সম্পর্কে ধারণা নিয়ে নেন।

পরে তিনি স্বল্প পরিসরে শুরু করেন মৌ-চাষ। প্রথমে ১০টি বাক্স দিয়ে শুরু করেন। পরবর্তীতে বাড়তে বাড়তে এখন তার ৫০টি বাক্স হয়েছে। প্রতিটি বাক্সে মধু সংগ্রহের জন্য ৮টি করে মৌচাক রয়েছে। আছে একটি করে রাণী মৌমাছি।

মঙ্গলবাড়িয়া গ্রামে ছফির উদ্দিনের প্রতিষ্ঠিত ‘সহজে বাজার মৌ-খামার’-এ গিয়ে দেখা যায়, ভনভন করে শব্দ করছে অসংখ্য মৌমাছি। সারিবদ্ধভাবে সাজানো মৌমাছির বাক্স।

ছফির উদ্দিন জানান, মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর জন্য দেশজুড়ে খ্যাতি রয়েছে। লিচুর মৌসুমে মৌমাছির মাধ্যমে লিচুর মুকুল থেকে মধু সংগ্রহ করতে সুবিধের কথা চিন্তে করে মৌ-চাষের সিদ্ধান্ত নেন।

তাছাড়া আগে থেকে মধু ও মৌ-চাষ সম্পর্কে ধারণা থাকায় খামার করতে দুবার চিন্তা করতে হয়নি। খামারের মাধ্যমে মধু ও মৌমাছি বিক্রি করে তিনি এখন আর্থিকভাবেও সচ্ছল। লিচু, সরিষা, কালোজিরা, ধনিয়া ইত্যাদি জাতের মধু চাষ হয়ে থাকে তার খামারে।

তিনি আরও বলেন, ১০টি বাক্স দিয়ে শুরু হওয়া তার খামারে এখন মৌমাছি বাক্সের সংখ্যা ৫০টি। প্রতিটি বাক্সে ৮টি করে মৌচাক রয়েছে। এখন অফ-সিজন।

এছাড়া কয়েক মাস ধরে দেশজুড়ে লকডাউন চলায় বেচাকেনা কিছুটা কম। প্রতি কেজি মধু বিক্রি হয় ৬শ’ টাকায়। রাণী মৌমাছিসহ একটি চাকের দাম রয়েছে ৬শ’ টাকা। এর মাধ্যমে বেকারত্ব মোচনের পাশাপাশি আর্থিকভাবেও সচ্ছল হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net