1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোয়াইনঘাট ষড়যন্ত্রকারীদের হয়রানির শিকার মুক্তিযোদ্ধা ইনছান আলীর পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি মামুনের জবানবন্দি হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল : চিফ প্রসিকিউটর চাঁদাবাজির মামলায় প্রতারক সিকদার লিটনের জামিন আবেদন নাচক ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই : আপিল বিভাগ জুলাইয়ে আহত ১৫৬০ জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে: হাইকোর্ট ভিপি নুর ও লুৎফরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামুন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

গোয়াইনঘাট ষড়যন্ত্রকারীদের হয়রানির শিকার মুক্তিযোদ্ধা ইনছান আলীর পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৩০ বার

কে,এ,রাহাত,গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইনছান আলীর পরিবারের লোকজনের উপর একের পর মিথ্যা সাজানো মামলাসহ বিভিন্ন ধরণের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি মহল।

জাফলংয়ের নয়াবস্তি গ্রামের এই প্রভাবশালী পরিবারের হয়রানি ও অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন মুক্তিযোদ্ধা ইনছান আলীর নিরীহ পরিবার। তাদের মিথ্যা সাজানো মামলায় কারাভোগ করছেন মুক্তিযোদ্ধার ছেলেরা। এদের বিরুদ্ধে একের পর ষড়যন্ত্র চালাচ্ছেন ওই ষড়যন্ত্রকারীরা।

তাদের মিথ্যা ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে মুক্তিযোদ্ধা ইনছান আলী বাদি হয়ে ছেলেদের নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গোয়াইনঘাট থানা ডায়েরী- নং ৬৮১/২০।

ডায়েরী সূত্রে জানা যায়, নয়াবস্তি গ্রামের মৃত মকবুল আলীর পাঁচ ছেলে তারা হলেন, ইউছুফ আলী, আকবর আলী, আজগর আলী, আব্দুল জব্বার, আসরক আলী। তারা এলাকায় সন্ত্রাসী করে বেড়ায়। এদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করলেই পড়তে হয় বিভিন্ন হামালা ও মামলায়। বিধায় কোন প্রতিবাদী লোক কথা বলার সাহস পায়নি এই মহলের বিরুদ্ধে।

গত ২৮ মে এই মহলের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে উপজেলার লুনী গ্রামের জমির উদ্দিনের ছেলে কামরুল ইসলাম। পরে ওই সন্ত্রাসীরা কামরুল ইসলামের উপর হামলা চালায়। এ হামলার ঘটনায় কামরুল ইসলাম বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। বর্তমানে অভিযোগটি তদন্তাধীন।

জানা গেছে, নয়াবস্তি গ্রামের বাসিন্দা মৃত মকবুল আলীর ছেলে আজগর আলী নিজেদের দূনীর্তি ও সন্ত্রাসী কর্মকান্ড গোপন করতে এবং মুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানি করা জন্য উঠেপড়ে লেগেছে। যে কোন সময় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বড় ধরণের ক্ষতি করবেন তারা।

আজগর আলী মুক্তিযোদ্ধা ইনছান আলীর ছেলেদের বিরুদ্ধে একেরপর এক সাজানো মিথ্যা মামলা ও মিডিয়ার কাছে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। মামলার ভয়ে কেউ তাদের এই মিথ্যাচারের প্রতিবাদ করছে না।

জাফলংয়ের এই কু-চক্রী মহলের মিথ্যা সাজানো মামলা ও মিডিয়ার কাছে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ এবং তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রশাসনের নিকট আশুহস্থক্ষেপ কামনা করছেন মুক্তিযোদ্ধা ইনছান আলী ও তার পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net