1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাসফুলের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী পরিষদ গঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রক্টরের অপসারণের দাবিতে কুবি শিক্ষকের পাশে এবার সহকর্মীরা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহাগ দাবি আদায়ের লক্ষ্যে দশম দিনের মতো কুবি শিক্ষকদের অবস্থান তিতাসে ওমান প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ – Mengenal Lebih Dekat Slot Fortune Dragon তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা ।

ঘাসফুলের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী পরিষদ গঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১০৮ বার

নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল এর বার্ষিক সাধারণ সভা (২০১৯-২০) অদ্য ১৩ জুন ঘাসফুল প্রধান কার্যালয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। ঘাসফুল নির্বাহী পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ পরিষদের সদস্যগণ ও সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীসহ সংস্থার উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গোলাম রহমান, প্রফেসর ড. জয়নাব বেগম, শাহানা মুহিত, কবিতা বড়ুয়া, মো: ওহিদুজ্জামান, নাজনীন রহমান, গোলাম মোস্তফা, ইয়াসমিন আহমেদ, জাহানারা বেগম, নাজমা জামান, পারভীন মাহমুদ এফসিএ, সমিহা সলিম, জেরিন মাহমুদ হোসেন সিপিএ, এফসিএ, শিব নারায়ন কৈরী, ডাঃ সেলিমা হক ও শামীমা আক্তার। এছাড়াও সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকা থেকে উপ-পরিচালক (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) স্বপন কুমার হালদার এবং সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম থেকে উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম। সভার শুরুতে ঘাসফুল প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ এবং ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য, কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, ড.আশরাফ হোসেন সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, প্রফেসর ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, জাতীয় অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান এবং বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ প্রয়াত সকলকে স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা শেষে ঘাসফুল এর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শাহনা মুহিত চলতি অর্থ বছরের সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সংবলিত পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরেন। ঘাসফুল এর নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ জেরিন মাহমুদ হোসেন চলতি অর্থ বছরের সংস্থার আর্থিক বিবরণী পাঠ করেন। সভায় উপস্থিত সদস্যরা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের উপস্থাপিত বিবরণীর উপর আলোচনায় অংশ নেন এবং চলতি অর্থবছরের ঘাসফুল পরিচালিত সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড এবং নতুন শুরু হওয়া প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নসহ আগামী অর্থবছরের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন। আলোচনাপর্বে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন –পারভীন মাহমুদ এফসিএ, প্রফেসর ড. গোলাম রহমান,প্রফেসর ড. জয়নাব বেগম ও শিব নারায়ন কৈরী এবং সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীসহ অন্যান্যরা। সভায় সংস্থার আগামী ২০২০ – ২১ অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ, আয়কর উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদন দেন। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২০-২০২৩ মেয়াদের জন্য সংস্থার নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। নতুন নির্বাহী পরিষদের সদস্যরা হলেন: সভাপতি – ড. মনজুর-উল-আমিন চৌধুরী, সহ-সভাপতি – শিব নারায়ন কৈরী, সাধারণ সম্পাদক – সমিহা সলিম, যুগ্ম -সাধারণ সম্পাদক – কবিতা বড়ুয়া, কোষাধ্যক্ষ – গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য – প্রফেসর ড. জয়নাব বেগম ও পারভীন মাহমুদ এফসিএ। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনের সাফল্য কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম