1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফলের তর্কযুদ্ধ # মোঃ রায়হান সিরাজী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন

ফলের তর্কযুদ্ধ # মোঃ রায়হান সিরাজী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৮৫ বার


ফলে,ফলে বাক যুদ্ধ
যায়না চোখে দেখা,
কেনই-বা যুদ্ধ তাদের
নীচের ছড়ায় লেখা।

গর্ব করে আম
আমার কত নাম,
পাকা-কাঁচা দু-বেলাতে
অনেক বেশি দাম।

জাম বলে থাম
নেইতো কোন কাম,
কালো জামে সবাই খুশি
সব মানুষে খান।

কাঁঠাল বলে রাখো,
কালো শরীর ঢাকো,
ফলের পরে তরকারীতে
তোমরা কি কেউ থাকো ?

বলছে এবার লিচু
আমি কি নই কিছু ?
আবীর মাখা দেখে সবাই
আমার ধরে পিছু।

ডালিম বলে ভাই
সত্যের গান গাই,
আমার মতো হাজার দানা
কোন ফলে নাই।

কথা শুনে পেঁপে
বড্ড যায় ক্ষেপে,
কাঁচায়-পাকায় আমি বড়,
দেখতে পারো মেপে।

হেসে বলে কুল
করেছো তোরা ভুল,
টক-মিষ্টি দুটোই আমি
নেইতো কারো তুল।

বলছি তেঁতুল আমি
আর নয় মাতলামি,
সবার কাছে আমার আচার
সবচে বেশি দামী।

রেগে বলে আঙ্গুর
রাখো তোমার কথার সুর,
আমার মতো নওতো তোরা
মিষ্টি স্বাদে ভরপুর।

বলছে শুনে কমলা
করেছো মিছে ঝামলা,
আমার জন্য সবাই পাগল
গরীব, ধনী, আমলা।

পেয়ারা এবার কয়
কথায় বড়ো নয়,
দেশ জুড়ে সবার সাথে
আমার পরিচয়।

আপেল ভেবে বলে
এভাবে কি চলে ?
আমার মতো মিষ্টি স্বাদ
আছে কি, কোন ফলে ?

এবার বলে নারকেল
বন্ধ করো কথার খেল,
ডাবের পানি অনেক দামী
দিচ্ছি সদা মাথার তেল।

আনারস শুনে কয়
যুক্তি দিয়ে নয়,
শরীর জুড়ে মিষ্টি রস
কোন ফলে কি, হয় ?

অনেক পরে আতা
বলছো তোরা জা-তা,
স্বাদে-গন্ধে আমিই সেরা
খুলে দেখো খাতা।

মাথা তুলে কলা
শেষ কি তোদের বলা ?
আমায় চিনে বিশ্ববাসী
রুপ-গুনে টলমলা।

মুখ খুললো তাল
কথায় বেশ ঝাল,
উঁচু তলায় থাকি আমি
তোদের চেয়ে ভাল।

শেষে বলে জলপাই
আসো সবাই বুঝতে চাই,
গর্ব করার কিছু নাই
সব-এর মালিক,তিনিই সাঁই।

মোঃ রায়হান সিরাজী
লেখক,
কবি, সাহিত্যিক,ছড়াকার,নাট্যকার,সংগঠক ও প্রভাষক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net