1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে মানসিক রোগী নাতির হাতে ১১৪ বছরের নানার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

সীতাকুণ্ডে মানসিক রোগী নাতির হাতে ১১৪ বছরের নানার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১৭৭ বার

সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে নাতির হাতে খুন হন নানা।
নিহত আমিন উল্ল্যাহ্ ১১৪ পিতা: মৃত জয়নাল আবেদিন।
সোমবার ৮ জুন সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বদিউর রহমান সেরাং এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মানসিক বিকারগ্রস্ত নাতি মোহাম্মদ সালাউদ্দিন(২৭) স্থানীয় মুক্তিযোদ্ধা মুসলেউদ্দিন এর সন্তান ও নিহতের মেয়ের ঘরের সন্তান।
জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার সময় দুষ্টামির ছলে নানার গলায় বেল্ট দিয়ে চেপে ধরলে, শ্বাসরোধে হয়ে নানা আলিমউল্ল্যাহ মৃত্যুবরণ করেন।
নিহত আলিমউল্লাহর পুত্র সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, সালাউদ্দিন আমার বড় বোনের ছেলে, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। সকালে আমার ভাগিনা আমাদের বাড়িতে আসে নানাকে দেখতে। তখন একটা রুমে শুয়েছিল আমার বাবা, আমি রুমে গিয়ে দেখি সালাউদ্দিন একটি বেল্ট দিয়ে আমার বাবার গলায় ফাঁস দেয়। এটি দেখে আমি চিৎকার করে বাবার পাশে গিয়ে দেখি বাবার জিব্বাহ বের হয়ে গেছে। আমি বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। খোরশেদ আলম বলেন, সালাউদ্দিন যেহেতু মানসিক ভারসাম্যহীন তাই আমরা পারিবারিকভাবে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি। এব্যাপারে জানতে চাইলে মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, আলীম উল্লাহ আমার ইউনিয়ের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারই নাতী গলা টিপে নানাকে হত্যা করেছে। শুনেছি সালাউদ্দিন নামের ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, মুরাদপুরের একটি বাড়ি থেকে আমরা একজন বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। তাকে গলা চেপে হত্যা করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। যে হত্যা করেছে সে মানসিক ভারসাম্যহীন ছিল। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে প্রেরন করেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net