সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পলাশে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার (৯ জুন) উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়ার বাসিন্দা নাজিমুদ্দিন করোনা উপসর্গ নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। এটি নিশ্চিত করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম।
জানা যায়, নাজিমুদ্দীন পলাশের ওয়াপদা গেইটর পার্শ্বে সকাল সন্ধ্যা সুপার মার্কেট এলাকার ৬ তলা ভবনে ভাড়া বাসায় থাকতেন। তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থা গুরুতর অবনতি হওয়ায় তার স্ত্রী তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। ওখানেই তিনি মৃতুবরণ করেন।
এ খবর পাওয়া মাত্রই পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি রুমানা ইয়াসমিন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। তিনি মৃত ব্যক্তির যথাযথ সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এ সময় পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহবায়ক আমিনুল ইসলাম এ বিষয় সার্বক্ষণিক তদারকি ও নেতৃত্ব প্রদান করেন। হাসপাতাল থেকে মৃতদেহের লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিজ বাড়িতে এনে গোসলের ব্যবস্থা করেন। আছর নামাজ শেষে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। এ কাজে জেলা টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিরুল ইসলাম বলেন, করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সেই সাথে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে সবাইকে অনুরোধ করেন।