1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় ৪০ চিকিৎসকের প্রাণহানি, মানহীন সুরক্ষাসামগ্রীই দায়ী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন

করোনায় ৪০ চিকিৎসকের প্রাণহানি, মানহীন সুরক্ষাসামগ্রীই দায়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৪৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
গত পরশুদিন বুধবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৬৪ দিনে ৪০ চিকিৎসকের মৃত্যু হলো। করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন ডা: মঈনউদ্দিন আহমেদ। আর গেল ১৬ জুন পর্যন্ত সারা দেশে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৬৭ জন। বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, ১৬ জুন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১ চিকিৎসক। নার্স আক্রান্ত হয়েছেন ৮৮৪ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫২ জন।
ওয়ার্ল্ডোমিটারস বলছে, বাংলাদেশে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর মৃত্যু ও আক্রান্তের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। ভারতের মতো এত বিশাল দেশে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ৬০০ জনের মতো। সেখানে বাংলাদেশে এত বিশালসংখ্যক স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। টিআইবির গবেষণায় বলা হয়েছে, চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন মূলত মানহীন সুরক্ষাসামগ্রীর জন্য। শুধু তা-ই নয়, শুরুতে পিপিই সরবরাহ করতে না পারা, পরীক্ষার সুবিধা সৃষ্টিতে ব্যর্থতাও বর্তমান পরিস্থিতির জন্য বহুলাংশে দায়ী। মাস্ক ও পিপিই নিয়ে এক জঘন্য নজিরের জন্ম দিয়েছে বাংলাদেশ। যারা দুর্নীতির আশ্রয় নিয়ে নকল ও মানহীন পিপিই ও মাস্ক আমদানি করেছে, যারা দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা তো নেয়া হয়ই-নি বরং জিনিসগুলো নিম্নমানের বলায় বিভিন্ন স্থানে চারজন চিকিৎসককে শাস্তি দেয়া হয়েছে। জনগণকে বুঝিয়ে দেয়া হয়েছে, কে কোথায় দুর্নীতি করল বা কী করল সেটি দেখতে যাবেন না। প্রতিবাদ করার চিন্তাও করবেন না। করলেই খেসারত দিতে হবে। এ এক আজব পরিস্থিতি।
বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক মোজাহেরুল হক বলেছেন, বাংলাদেশে করোনায় ডাক্তার, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। এটি ব্যবস্থাপনাগত ত্রুটি, এ কারণে আজ জাতিকে চড়া মূল্য দিতে হচ্ছে। অদক্ষতা, অব্যস্থাপনা ও দুর্নীতির কারণেই এসব হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ বুঝিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যব্যবস্থা খুবই নড়বড়ে অবস্থায় আছে। জরুরি পরিস্থিতি সামাল দেয়ার মতো জনবল আমাদের স্বাস্থ্য বিভাগে নেই। করোনা মহামারীর সংক্রমণ সামলাতে পারছি না আমরা। অথচ এটি ছড়িয়ে পড়া রোধে দীর্ঘ সময় হাতে পেয়েছি আমরা। এখনকার পরিস্থিতিতে যেভাবে একের পর এক চিকিৎসকের মৃত্যু ঘটছে তাতে স্বাস্থ্য খাতে ভয়াবহ শূন্যতার সৃষ্টি হতে পারে। করোনায় মারা যাচ্ছেন আমাদের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ পর্যন্ত তিনটি হাসপাতালের আইসিইউর প্রধান মারা গেছেন কোভিডে-১৯-এ। ডাক্তারদের সুরক্ষায় রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। অর্থাৎ তাদের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হয়নি রাষ্ট্রের পক্ষ থেকে। এই চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতিটি মৃত্যুর সাথে আমাদের অযতা অবহেলা এবং দায়িত্ব পালনে গাফিলতি রয়েছে। এই ভয়াল মহামারীকালে মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আমাদের জাতীয় বীর। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে হাজারও সালাম।

লেখকঃ বিশেষ প্রতিবেদক | সাবেক কাউন্সিলর বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে -|
১৯ জুন ২০২০-| ৫ আষাঢ় ১৪২৭| ২৬ শাওয়াল ১৪৪১ | শুক্রবার -|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net