1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটবাসী করোনার পজিটিভ ও নেগেটিভ রিপোর্ট নিয়ে সন্দেহ ও অবিশ্বাসের দোলাচলে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীর রূপনগর, ট- ব্লকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন- মাহবুব আলম মন্টু  জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইসলামিক ও আধুনিকতার ছোঁয়ায় ইংলিশ ও বাংলা ভার্সনে ব্যতিক্রমী আল-ফালাহ এস আলী মডেল মাদ্রাসার যাত্রা শুরু  গণ অধিকার পরিষদের সভাপতি নুর সহ নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “সুশীল ফোরাম “ প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক রোববার নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ব্যবস্থা নেয়ার আশ্বাস ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত ডাকসু নির্বাচন: ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

নাঙ্গলকোটবাসী করোনার পজিটিভ ও নেগেটিভ রিপোর্ট নিয়ে সন্দেহ ও অবিশ্বাসের দোলাচলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৬৮ বার

নাঙ্গলকোট প্রতিনিধি:
নাঙ্গলকোটে করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্তের রিপোর্ট নিয়ে হ য ব র ল অবস্থার সৃষ্টি হয়েছে। ঢাকা আইইডিসিআর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পজিটিভ ও নেগেটিভ রিপোর্ট নিয়ে তুঘলকি কান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত পরিবার ও এলাকাবাসীর মধ্যে সন্দেহ-অবিশ্বাসের দোলাচল খেলছে! ইতিমধ্যে করোনা শনাক্ত পরিবারগুলোর রিপোর্ট পজিটিভ নিয়েও তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা বলেন, তাহলে আমাদের আগের পজিটিভ রিপোর্ট কি ভূল ছিল ? আমাদের রিপোর্ট যদি ভূল হয় তাহলে আমাদেরকে সামাজিক, মানসিকভাবে হেনস্তা ও মানবেতর জীবন-যাপনের দায়ভার কে নেবে ? এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন থাকায় উপজেলাবাসীর দীর্ঘ ১২দিন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থাকার দায়ভারই বা কে নেবে ? গত ৩দিন থেকে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্নের সষ্টিসহ তাদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই।

এদিকে ১১ মে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া গ্রামের প্রথম করোনা আক্রান্ত শ্বাশুড়ি ও পুত্রবধু রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তারা দ্বিতীয়বার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে নমুনা পর্যন্ত দেয়নি ।

সবচাইতে উদ্বেগের বিষয় ছিল, বেসরকারি নাঙ্গলকোট নিউ এ্যাপোলো হাসপাতালের মার্কেটিং কর্মকর্তা এনায়েত উল্ল্যার করোনা পজিটিভ শনাক্ত হওয়া নিয়ে। ইতিমধ্যে এনায়েত উল্ল্যার দ্বিতীয়বার নমুনা পরীক্ষা নেগেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার করা হয়, এনায়েত উল্ল্যা থেকে স্বাস্থ্য বিভাগের সাতজন ডাক্তারসহ ১৪জন এবং বেসরকারি আধুনিক ও নোভা হাসপাতালের ৪জনসহ মোট ১৮ জন করোনায় আক্রান্ত হয়। অথচ হাসপাতালের ডাক্তারসহ ১০ জন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ ঢাকায় নেগেটিভ এসেছে। এনায়েত উল্ল্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে ব্যাপক অপ-প্রচার করা হয়। এমনকি তার কারণে ১৮জন করোনায় আক্রান্ত হওয়ায় তাকে ফায়ার করে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয় বলে শুনেছেন এনায়েত উল্ল্যা। শনিবার এনায়েত উল্ল্যা এ প্রতিবেদক বিষয়টি জানান। সে তার জীবন নিয়ে উদ্বেগ-উৎকন্ঠা কাটিয়ে নেগেটিভ ফলাফল নিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন।

এছাড়া করোনা আক্রান্ত অন্ততঃ ১৫ জনের সাথে কথা বলে জানা যায়, তারা প্রথম থেকে সবাই সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের দ্বিতীয় ও তৃতীয়বার নমুনা নিয়ে তাদেরকে দ্রুত নমুনা পরীক্ষার ফলাফল দেয়ার দাবি জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব ঘোষণা দিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত অন্ততঃ ৩০ জনকে সুস্থ ঘোষণা করবেন।

জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব মেশিনের রিপোর্ট ভূল হতে পারে। ইতিপূর্বে করোনা পজিটিভ শনাক্ত ৫৩ জনের মধ্যে সত্যিকারের করোনা উপসর্গ আছে কিনা আমরা আবার তাদের নমুনা পরীক্ষা করবো।

২৩ মে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন ডাক্তারসহ ১৪ জন স্বাস্থ্যকর্মী এবং মোট ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। ওই সময় জেলা সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি উপস্বাস্থ্য কেন্দ্র ও ২টি বেসরকারি হাসপাতাল লকডাউন ঘোষণা করে।

পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই রিপোর্টের সত্যতা যাচাইয়ের জন্য ২৪ মে পজিটিভ আসা সাতজন ডাক্তারসহ ১০ জন স্বাস্থ্যকর্মী এবং পূর্বের কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে দুইজন স্বাস্থ্যকর্মীর রিপোর্ট নেগেটিভ আসায় ১২জনের পুনরায় নমুনা সংগ্রহ এবং নতুন আরো ৩৮জনসহ মোট ৫০জন স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে প্রেরণ করে। গত ৩ জুন সন্ধ্যায় ঢাকা আইইডিসিআর থেকে ৫০জনের রিপোর্ট আসে। এর মধ্যে পূর্বের সাতজন ডাক্তারসহ ১০ জনের কুমিল্লার পজিটিভ রিপোর্ট ঢাকায় নেগেটিভ আসে এবং কুমিল্লার দুইজনের নেগেটিভ রিপোর্ট ঢাকায় পজিটিভ আসে। এছাড়া আরো চারজন স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের রিপোর্ট পজিটিভ আসে। পরে ঢাকা আইইডিসিআর সাতজন ডাক্তারসহ ১০জন স্বাস্থ্যকর্মীকে নব-কোভিড-১৯ ঘোষণা দিয়ে তাদেরকে উপজেলার মোট কোভিড-১৯ পজিটিভ তালিকা থেকে বাদ দেয় এবং দীর্ঘ ১২দিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জোড্ডা উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে লক ডাউন তুলে নিয়ে সবধরণের স্বাস্থ্য সেবা চালু করে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে-৬১।

পজিটিভ ও নেগেটিভ রিপোর্টের ঘটনায় ইতিপূর্বে উপজেলার ৫৩জন করোনা পজিটিভ শনাক্ত রোগীর মধ্যেও তাদের রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের রিপোর্ট পজিটিভ আসায় তাদের বাড়ি লকডাউনসহ দীর্ঘ ১৪দিন হোম আইসোলেশনে থেকে খাওয়া-দাওয়ার সংকট, সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ তাদেরকে মানবেতর জীবন-যাপন করতে হয়েছে। এছাড়া হাসপাতাল লকডাউন করায় ইতিপূর্বে করোনা পজিটিভ শনাক্ত অনেক রোগীর ১৪দিনের হোম আইসোলেশন শেষ হলেও লোকবল সংকটে উপজেলা স্বাস্থ্যবিভাগ অনেকের দ্বিতীয় ও তৃতীয়বার নমুনা সংগ্রহ না করায় পরিবারগুলোর মধ্যে মানসিক অশান্তি সৃষ্টি হয়েছে।

প্রথম ১১ মে আক্রান্ত উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া গ্রামের বৃদ্ধ আবদুল করিম করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তার স্ত্রী ও পুত্রবধুর করোনা রিপোর্ট পজিটিভ আসে। দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামের জনৈক গৃহকর্তা ও তার স্ত্রী ডাক্তার দেখাতে নোয়াখালীর সোনাইমুড়িতে যায়। পরে ওই ডাক্তারের করোনা পজিটিভ শানাক্ত হলে উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম খবর পেয়ে তাদের পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করে। কিন্তু ডাক্তারের সংস্পর্শে যাওয়া গৃহকর্তা ও তার স্ত্রীর করোনা পজিটিভ না এসে তাদের ছেলে-মেয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। এতে করে ওই সময় দুই পরিবারের রিপোর্টের সত্যতা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়।

২৩ মে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসসহ একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং বেসরকারি দুইটি হাসপাতাল লকডাউন ঘোষণায় দীর্ঘ ১২ দিন উপজেলার ছয়লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net