বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
রক্তদাতাদের সংগঠন অভিযাত্রিক ব্লাড ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সংগঠনের চট্টগ্রাম শাখার পরিচালক রিমন দাশ প্রাথমিকভাবে তিন সদস্যের এই কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির পরিচালক মনোনীত হয়েছেন মো. হানিফ হোসাইন অনিক, সহাকারী পরিচালক মনোনীত হয়েছেন অনিক গোমস্তা কমল ও এফ. টি. জোহিরা।
উল্লেখ্য, ২০১৭ সালে অভিযাত্রিক ব্লাড ব্যাংকের পদযাত্রা শুরু হলেও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বাংলাদেশের আটটি জেলা এবং বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অভিযাত্রিক ব্লাড ব্যাংক এখন তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।