কায়কোবাদ শামীম ঃ ব্রীজে পারাপারে দু পার্শ্বের এপ্রােস সড়ক তৈরী না করেই তারাহুরো করে উদ্বোধন করা হয় জনবহুল এলাকার গুরুপ্তপূর্ণ একটি ব্রীজ। মাদারীপুরের কালকিনি উপজেলার, লক্ষীপুর ইউনিয়নের, প্রকল্পের নামঃ জায়গীর মসজিদের উত্তর পার্শ্বের খালের ব্রীজ এটি ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রায় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মিত। মেসার্স সিটি এন্টারপ্রাইজ, রাজৈর,মাদরীপুর, নামের ঠিকাদার প্রতিষ্ঠান, ব্রীজ নির্মাণ করে। ব্রীজ টি উদ্বোধন করেন মাদরীপুর ৩ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ এম. পি। ব্রীজ উদ্বোধনের পরেও পারাপার হতে পারছেনা সাধারন মানুষ। কারন ব্রীজের দুই পারের মাটি এখনো ভরাট করা হয়নি। মসজিদের মুসুল্লি সহ প্রায় ২ হাজার সাধারন মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে।
ব্রীজ দিয়ে চলাচলকারী উপকারভোগী স্কুল কলেজগামী শিক্ষক শিক্ষার্থী মুসুল্লি সহ সাধারন মানুষ অতি শীঘ্র, মাটি ভরাটে দাবি জানিয়েছে।