আনোয়ারা সংবাদাতা:
চট্টগ্রামের আনোয়ারায় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) উপজেলার ৫নং বরুমছড়া ইউনিয়নের সাঙ্গু নদীর তীর হতে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত লাশটি উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ। স্থানীয়রা জানায়, রবিবার রাত ১০ টার দিকে অজ্ঞাত লাশটি দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান,উপজেলার বরুমছড়া এলাকার সাঙ্গু তীরবর্তী এলাকা হতে একটি অর্ধগলিত পুরুষ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি। মনে হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত চলছে।