সফিকুল ইসলাম রিপন : আমেরিকার হাবিবা আক্তার নামে এক প্রবাসী শিক্ষার্থী ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে স্প্রিং ২০২০ শিক্ষা বর্ষে ১২তম সেমিস্টারে এভারেজ ফোর পয়েন্ট পাওয়ার সফলতা অর্জন করে। এর ফলে তিনি প্রেসিডেন্সি তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার গৌরব অর্জন করেন।
আমেরিকার ডেনটন টেক্সাসে বসবাসরত সীতাকুন্ড উপজেলার বাবা গোলাম রসুল ও মা বিবি আছমার একমাত্র কন্যা হাবিবা আক্তার।
হাবিবার এই ইর্ষান্বিত সফলতায় তার পরিবার ও চট্রগ্রামে আনন্দের বন্যা বইছে। উল্লেখ্য, ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস কর্তৃপক্ষ স্থানীয় গনমাধ্যমে বাংলাদেশি এই কৃতি ছাত্রীর সংবাদ প্রকাশের জন্য প্রেরণ করেন।