1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা আবুল কাশেম নূরীর ওপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন এর অর্থের যোগান দাতা জামাতা তারেকের চৌধুরী আওয়ামী লীগ নেতার জামিন চেয়েছেন বিএনপি আইনজীবী শ্রীপুরে ভুল চিকিৎসায় অন্তঃসত্বা নারীর মৃত্যুর অভিযোগ,হাসপাতাল ভাংচুর চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর রোগী অসুস্থ হওয়ার অভিযোগ অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর দাদা ভাইয়ের দাদাগীরী কোথায় নেই তিনি! রক্তে লাল তার হাত।

আল্লামা আবুল কাশেম নূরীর ওপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ১৮০ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরীর ওপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বিকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা দক্ষিণ শাখা ও সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ধর্মপুর আজাদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাউল হাটা চত্বরে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের ফটিকছড়ি উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ওচমান গণি জালালীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবু হানিফ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এস.এম ফখরুদ্দিন, জামাল পাশা কন্ট্রাক্টর, মাওলানা ওমর ফারুক আজমী, মজহারুল হক কায়সার, মাওলানা ফরিদুল আলম কাদেরী, মাওলানা মহিউদ্দীন কাদেরী, নুরুল হুদা পারভেজ, শাহাদাত হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, আল্লামা আবুল কাশেম নূরী হক পথে চলায় এবং হক কথা বলায়, কিছু দুর্নীতিবাজ ব্যক্তির ইন্ধনে তাঁকে অপমান অপদস্ত এবং তাঁর ওপর হামলা চালানো হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আল্লামা নূরীকে নয়, দুর্নীতিবাজ সেই ব্যক্তিদের সুন্নি জনতা বয়কট করবে। সমাবেশে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদুল আলম সওদাগর, হাফেজ জাবের, মাস্টার সেলিম, এরশাদুল আলম চৌধুরী, সওবান নূরী, মাওলানা এনামুল হক, শহিদুল ইসলাম, শাহিন সুজন, মোস্তফা আহমেদ, মাস্টার আবছার, আবু কায়সার, মুহাম্মদ ইয়াছিন, এরশাদুল আলম নঈমী, মাস্টার জসিম, সাইফুল, ইব্রাহিম পারভেজ, সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম