কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মনজুর আলম সাওদাগরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মনজুর আলম চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
সংগঠনের ইসলামপুর সুইসগেইট চেয়ারম্যান বাজারস্থ অফিসে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর আওয়ামী লীগের উপদেষ্ঠা কাউসার ইদ্রিস।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।
সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম খোকনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল কাদের, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা,সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর এম.ইউ.পি, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ,সাধারণ সম্পাদক আবছার কামাল শাহীন, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হিরো প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব বলেন, তিনি শুধু ইসলামপুরের নেতা নই, বৃহত্তর ঈদগাঁহ আওয়ামী লীগের নেতা ছিলেন।
সভা শেষে মনজুর আলম চেয়ারম্যান স্মৃতি সংসদের সকল সদস্যদের মতামতের আলোকে হাসান আলীকে সভাপতি ও আনোয়ারুল আজম খোকনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।