1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ইউপি সচিবের অপসারণের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভার ডিওএইচএস: পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁওযয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতইসলামীর রাজশাহী বিএমডিএ’র ইডি পদ আওয়ামী লীগের দখল দেশের মানুষকে শান্তি দিতে, বড় বড় শয়তান ধরতে হবে আর বড় সয়তান ধরতে নির্বাচিত সরকারের প্রয়োজন। – এ্যাডঃ আব্দুস সালাম আজাদ

ঈদগাঁহতে ইউপি সচিবের অপসারণের দাবীতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১৫৮ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ইসলামাবাদ ইউনিয়নের সচিব আলতাজ উদ্দীন আহমদের অপসারণ দাবী করে মানববন্ধন করেছে এলাকার সংক্ষুব্ধ জনগণ।
১ জুলাই ২০২০, বুধবার ইসলামাবাদ সচেতন নাগরিক সমাজের ব্যানারে কবি মুহাম্মদ নূরূল হুদা সড়কে শতাধিক নারীপুরুষের অংশগ্রহণে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত জনতা অবিলম্বে দুর্নীতিবাজ সচিব আলতাজ উদ্দীন আহমদকে অপসারণ করে নতুন সচিব নিয়োগের জোর দাবি জানান।

তারা আরো বলেন, যত বাধাই আসুক ইসলামাবাদের মাটিতে কোন দুর্নীতিবাজকে থাকতে দেয়া হবেনা, সে যত শক্তিশালীই হোক।

অবিলম্বে এই দুর্নীতিবাজ সচিবকে অপসারণ করে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ইউনিয়ন পরিষদকে জনবান্ধব সেবা প্রতিষ্ঠানে পরিণত করুণ।

অন্যথায় ইসলামাবাদের আপামর জনগণকে সাথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

জানা গেছে, গত ২৮ জুন বিভিন্ন প্রিন্টমিডিয়া,অনলাইন মিডিয়া,সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান সচিব আলতাজ উদ্দীন আহমদের অনিয়ম,স্বেচ্ছাচারিতা, দুর্নীতি,সাধারণ মানুষের সাথে অসদাচরণ ও অর্থ কেলেংকারীর অভিযোগ প্রকাশিত হলে ইসলামাবাদের সাধারণ জনগ্ণ ও ভুক্তভোগী মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সচেতন নাগরিকের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও নিন্দার ঝড়।

ইউপি সচিবের দুর্নীতি, অসদাচরণ ও জনহয়রাণীর প্রতিকার এবং সচিবের অপসারণ চেয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ উল্লাহ মারুফ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী উপকারভোগী।

অভিযোগসুত্রে জানা গেছে, গত ২৭ জুন,শনিবার ইসলামাবাদ ইউনিয়নে ১৭৬ জন বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায় করতে গিয়ে জনরোষে পড়ে ইউপি সচিব।

ইতোপূর্বেও প্রথম দফায় ওই অসহায় ও হতদরিদ্র উপকারভোগীদের চূড়ান্তভাবে তালিকাভুক্ত করার প্রলোভন দিয়ে বাধ্যমূলকভাবে তাদের কাছ থেকে জনপ্রতি ৩০০টাকা থেকে ১০০০টাকা পর্যন্ত সুকৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে সচিবের বিরুদ্ধে।

ইউপি সচিবের দুর্নীতি, অসদাচরণ ও জনহয়রানীতে অতিষ্ট এলাকাবাসি ওই সচিব অপসারণের দাবি আদায়ে শেষ পর্যন্ত মাঠে নেমেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম